এইদিন ওয়েবডেস্ক,কর্ণাটক,০৪ ফেব্রুয়ারী : কর্ণাটকের গদগ জেলার নারেগাল থানা এলাকার এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ এবং ভিডিও ধারণের এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার পুলিশ এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সুলেমান এবং তার সহযোগী আলতাফকে গ্রেপ্তার করেছে । আলতাফ এই ঘটনাটির ভিডিও করেছিল ।
পুলিশ জানিয়েছে যে ঘটনাটি গত বছরের ডিসেম্বরে নারেগাল থানার আওতাধীন এলাকায় ঘটেছিল এবং অনেক পরে প্রকাশ্যে আসে ।পুলিশ জানিয়েছে যে অভিযুক্ত সুলাইমান মেয়েটিকে ধর্ষণ করে। আর তার সহযোগী আলতাফ পুরো ঘটনাটি ভিডিও করে রাখে ।
নির্যাতিতা কিশোরীর বাবা-মা সম্প্রতি তাদের মেয়ের উপর যৌন নির্যাতনের কথা জানতে পারেন এবং সোমবার নারেগাল থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।।