• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

৫৪ বলে ৭ চার ১৩ ছক্কায় ১৩৫ – ইংল্যান্ডকে নিয়ে ছেলেখেলা করলেন ওপেনার আভিষেক শর্মা

Eidin by Eidin
February 3, 2025
in খেলার খবর
৫৪ বলে ৭ চার ১৩ ছক্কায় ১৩৫ – ইংল্যান্ডকে নিয়ে ছেলেখেলা করলেন ওপেনার আভিষেক শর্মা
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,০২ ফেব্রুয়ারী : রবিবার সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে নিয়ে ছেলেখেলা করলেন  ভারতের ওপেনার আভিষেক শর্মা। সর্বশেষ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একের পর এক ম্যাচে ঝড় তোলা টিম ইন্ডিয়ার বাঁহাতি ওপেনার ইংল্যান্ডকে ‘কনকাশন সাব’ বিতর্কের জবাব  দিয়েছেন। ১৭ বলে ফিফটি, ৩৭ বলে সেঞ্চুরি, শেষ পর্যন্ত ৫৭ বলে ৭ চার ১৩ ছক্কায় ১৩৫ রান করে আউট হয়েছেন আভিষেক । ভারতের হয়ে টি-টোয়েন্টিতে এর চেয়ে দ্রুততম সেঞ্চুরি আর নেই। তাঁর ব্যাটে ভর করে ভারত আগে ব্যাট করে তোলে ৯ উইকেটে ২৪৭ রান। জবাবে ইংল্যান্ড ১০.৩ ওভারে ৯৭ রানেই অলআউট হয়ে গেছে। ১৫০ রানের জয়টা রানের হিসেবে টি-টোয়েন্টিতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ।

আগের ম্যাচে ‘কনকাশন সাব’ নিয়ে জোর বিতর্ক হয়েছিল । ভারতের হয়ে ফিফটি করা ব্যাটিং অলরাউন্ডার শিভাম দুবে সেদিন ইনিংসের শেষ বলে মাথায় আঘাত পেয়েছিলেন, তাঁর বদলে ইংল্যান্ডের ইনিংসের সময়ে দেখা গেল, ভারতকে পুরোদস্তুর পেসার হারশিত রানাকে নামানোর অনুমতি দিয়েছেন আম্পায়াররা! ইংল্যান্ডের অধিনায়ক থেকে ধারাভাষ্যকার, সবাই বললেন, এটা কোনোভাবেই ‘লাইক ফর লাইক’ বদলি নয়। ভারত মূলত সেদিন ১২ জন নিয়েই খেলেছে!

তা সেদিন যদি ১২ জন নিয়ে খেলে থাকে ভারত, মুম্বাইয়ের ওয়াংখেড়েতে রবিবার সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে একজনই যা খেলার খেলেছেন! ওপেনার আভিষেক শর্মার বিধ্বংসী ঝড়েই যে ম্যাচের দফারফা হয়ে গেছে! আভিষেকের বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ডের পর রেকর্ড দেখা ম্যাচে ১৫০ রানে ইংল্যান্ডকে হারিয়েছে ভারত – আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের হিসেবে এর চেয়ে বড় জয় আর একটিই পেয়েছে ভারত। সিরিজ তো আগের ম্যাচেই নিশ্চিত করেছিল, আজকের জয়ে ভারত সিরিজ শেষ করল ৪-১ ব্যবধানে জিতে।

রবিবার টস জিতে কেন ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠালেন, এ নিয়েই এখন হয়তো নিজেকে শাপশাপান্ত করছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। আভিষেকের সেঞ্চুরিতে প্রথম ১০ ওভারেই ১৪৩ রান তুলে ফেলা ভারত যে শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৪৭ রান তুলেই থেমেছে, সেটাকেই বরং কম মনে হচ্ছিল ইনিংস শেষে। কিন্তু সেটিকেই পাহাড় বানিয়ে তার সামনে দাঁড়িয়ে ইংল্যান্ডের হলো ভূমিধস! মাত্র ৯৭ রানেই অলআউট হয়ে গেল, তা-ও মাত্র ১০.৩ ওভারের মধ্যেই। আভিষেকের বাইরে ভারতের হয়ে আর তেমন কেউই রান পাননি। আর এক ওপেনার সঞ্জু স্যামসন ৭ বলে ১৬ করেছিলেন, তিনে নামা তিলক ভার্মা করেছিলেন ১৫ বলে ২৪। ততক্ষণেই অবশ্য ইংল্যান্ড চোখে অন্ধকার দেখতে শুরু করেছে। ১৭ বলেই ফিফটি তুলে নেওয়া আভিষেকের ঝড়ে পাওয়ার প্লে-র ৬ ওভারেই ৯৫ রান পেয়ে গিয়েছিল ভারত। নবম ওভারের শেষ বলে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ভার্মা আউট হওয়ার সময়েই ভারতের রান হয়ে গিয়েছিল ১৩৬!

সূর্যকুমার যাদব আজও ব্যর্থ, তবে আগের ম্যাচে কনকাশন বদলি নিয়ে বিতর্কের কেন্দ্রে থাকা শিবম দুবে আজ ঠিকই মাঠে নেমেছেন, এবং পাঁচে নেমে ১৩ বলে করেছেন ৩০ রান। আভিষেক-দুবে যখন খেলছিলেন, তখন তো ভারত ৩০০ পেরিয়ে যায় কি না, সে প্রশ্নও জাগছিল বেশ ভালোভাবে। ১২তম ওভারের দ্বিতীয় বলেই ১৫০ পেরিয়ে গেল ভারত। তার আগেই অবশ্য আভিষেক সেঞ্চুরি তুলে নিয়েছেন মাত্র ৩৫ বলে। ১৪তম ওভারের দ্বিতীয় বলে যখন আউট হলেন দুবে, ভারতের রান ততক্ষণেই ১৮২! তবে এরপর এক প্রান্তে আভিষেক চালিয়ে গেলেও আর কেউ তাঁকে সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত ১৮তম ওভারের শেষ বলে আভিষেক আউট হলেন দলের সপ্তম ব্যাটসম্যান হিসেবে। ভারতও ৩০০-তো দূর, ২৫০-ও পেরোতে পারল না।

জবাবে ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট ২৩ বলে ৫৫ রানে পাল্টা জবাব দেওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন, কিন্তু আর কেউ কিছু করতে পারলে তো! বাকিদের মধ্যে দুই অঙ্কেই যেতে পেরেছেন কেবল জ্যাকব বেথেল (১০)।

ভারতের হয়ে ব্যাট হাতে ঝড় তোলা আভিষেক ইংল্যান্ড ইনিংসে বোলিং আর ফিল্ডিংয়েও অবদান রেখেছেন। তৃতীয় ওভারে ইংল্যান্ডের প্রথম উইকেট পড়ার পথে বেন ডাকেটের ক্যাচটা নিয়েছেন তিনি। আর আট ওভারের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলা ইংল্যান্ডের ইনিংসে নবম ওভারে বল হাতে নিয়ে ওই ওভারেই টপাটপ দুই উইকেট তুলে নেন আভিষেক।।

Previous Post

দেবী সরস্বতীকে ‘কামের দেবী’ বললেন বামপন্থী অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ অভিযোগে মামলা করবেন বলে হুঁশিয়ারি দিলেন তরুনজ্যোতি তিওয়ারি

Next Post

ফরিদপুরে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী ২৮ বছরের হামজা শেখের বিরুদ্ধে

Next Post
ফরিদপুরে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী ২৮ বছরের হামজা শেখের বিরুদ্ধে

ফরিদপুরে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী ২৮ বছরের হামজা শেখের বিরুদ্ধে

No Result
View All Result

Recent Posts

  • এফআইআর বাতিল চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ
  • ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিল ইন্টার মিলান
  • জাহাজের ৪ তলা থেকে সমুদ্রে পড়ে গিয়েছিল শিশুকন্যা, তারপর এই ভয়ঙ্কর কান্ড ঘটালেন বাবা
  • পাকিস্তানপ্রেমী অভিনেতা নাসিরুদ্দিন শাহের নিন্দা করলেন পরিচালক অশোক পণ্ডিত
  • তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ ; নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.