এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ ফেব্রুয়ারী : তৃণমূলের ছাত্র নেতা সাব্বির আলির হুমকির পর আদালতের নির্দেশে এবারে কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরি ল’কলেজে সরস্বতী পুজো হচ্ছে পুলিশ পাহাড়ায় । এই ঘটনাকে বাংলাদেশে সেনাবাহিনীর নিরাপত্তায় পূজো পরিচালনার তুলনা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন, ‘ওপার বাংলা আর এপার বাংলাকে মিলিয়ে দিলেন মুহাম্মদ ইউনূস ও মমতা ব্যানার্জি’ ।
আজ রবিবার বাংলাদেশের যশোরে এবং কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরি ল’কলেজে সরস্বতী পুজোর ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘কোনটা যশোর, রংপুর, ঢাকা আর কোনটা কলকাতা, বেলডাঙা, ডায়মন্ড হারবার বুঝতেই পারবেন না। ওপার বাংলা আর এপার বাংলাকে মিলিয়ে দিলেন মুহাম্মদ ইউনূস ও মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশকে অনুকরণ করে সশস্ত্র বাহিনীর নিরাপত্তায় পুজোর রেওয়াজ এপার বাংলায় চালু করালেন মাননীয়া মুখ্যমন্ত্রী। যোগেশচন্দ্র চৌধুরী কলেজ ক্যাম্পাসে পুজো হচ্ছে, না সন্ত্রাসবাদী হামলা প্রতিরোধের মহড়া চলছে বোধগম্য হচ্ছে না।’ তিনি আরও লিখেছেন,’সনাতন সংস্কৃতির ওপর আঘাত হানা বাংলাদেশে যতটা সহজ, পশ্চিমবঙ্গেও সেই কুরুচিকর ধারার আমদানী আগেই করা হয়েছিল তুষ্টিকরণের রাজনীতিকে বলিষ্ঠ করার উদ্দেশ্যে।এ তো সবে শুরু, এখনো অনেক দেখা বাকি আছে…।’
উল্লেখ্য,সরস্বতী পূজোর প্রস্তুতি নেওয়ার অপরাধে নদীয়া জেলার হরিণঘাটা দাসপোল ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাশীরাম বর্মনকে বদলির হুমকি দিতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আলিমুদ্দিন মন্ডলকে । সেই বিতর্কের জের মিটিতে না মিটতেই খাস কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরি ল’কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের ছাত্র নেতা সাব্বির আলির বিরুদ্ধে । শুধু তাইই নয়,সাব্বির আলি পুজোয় বাধা দিয়ে ধর্ষণ ও হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ । এরপর কলেজের পড়ুয়ারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় । শেষ পর্যন্ত আদালত পুলিশের পাহাড়ায় কলেজে সরস্বতী পূজো করার অনুমতি দেয় ।।