এইদিন ওয়েবডেস্ক,জয়নগর(দক্ষিণ ২৪ পরগনা),০২ ফেব্রুয়ারী : এক গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের পর খুনের চেষ্টার ঘটনা ঘটেছে এরাজ্যে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরে। জানা গেছে,আজ রবিবার সকালে জয়নগর থানার জাঙ্গালিয়া গ্রামের ফাঁকা মাঠের মধ্যে এক মহিলার গোঙানি শুনতে পায় গ্রামবাসীরা ৷ তারা আওয়াজের উৎস্থলে গিয়ে দেখেন বছর ত্রিশের কালো ছাপা নাইটি পরা এক গৃহবধূ আতঙ্কিত হয়ে বসে আছেন । তার গোটা শরীরে কাদা মাখা । মুখ থেকে গড়িয়ে পড়ছে রক্তের কষ৷ গলায় ওড়না জড়ানো। পাশবিক অত্যাচারে আতঙ্কে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তিনি । লোকজন জড়ো হলে তাদের দিকে শুধু ফ্যালফ্যাল করে তাকায় নির্যাতিতা মহিলা । খবর দেওয়া হয় জয়নগর থানার পুলিশকে। এরপর জয়নগর থানার পুলিশ গৃহবধূকে উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় স্থানান্তরিত করা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে ।
বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে গৃহবধূ সাংবাদিকদের জানান তাকে সাব্বির নামে এক ব্যক্তি ধর্ষণ করে গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা করেছে। গৃহবধুর বাড়ি মগরাহাটে। অভিযুক্ত সাব্বির ও বিবাহিত। গৃহবধুর অভিযোগ তাকে অপহরণ করে নিয়ে আসে সাবির। তারপর নির্জন ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা করে। বর্তমানে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা মহিলা ।।