এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,০২ ফেব্রুয়ারী : সরকারি উন্নয়নের সুবিধাভোগীদের তৃণমূল পার্টি করার নিদান দিলেন ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ নেতা মোদাচ্ছের হোসেন ৷ শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড় বিধানসভার তৃণমূল কংগ্রেসের ডাকে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল । ভাঙ্গড় দু নম্বর ব্লকের ভোগালী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কাঠাঁলিয়ায় অনুষ্ঠিত হয় এই কর্মী সম্মেলন। সম্মেলন উপস্থিত হয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙ্গড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লাসহ স্থানীয় তৃণমূল নেতারা । আর এই কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শওকত মোল্লা ঘনিষ্ঠ ভাঙ্গরের বিতর্কিত তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেন মন্তব্য করেন,’যারা ঘরের টাকা পাচ্ছে এবং উন্নয়নের সমস্ত কিছু নিচ্ছে তাদের প্রত্যেককে তৃণমূল কংগ্রেস করতে হবে ।’
আইএসএফ-কে নিশানা করে মোদাচ্ছের হোসেন বলেছেন,’আমরা ঘরের টাকা দিচ্ছি বর্ষার ত্রিপল ও ছাতা দিচ্ছি এবং শাড়ি দিচ্ছে তারপরেও যদি আপনারা ভাবেন আমরা আইএসএফ টা করবো । এটা ভেবো না আমরা আমরা খেতেও ফলাবো খামারে ফলাবো।’ পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন,’২০২৬ সাল আসার আগে ভাঙ্গরে আইএসএফ বলে কিছু রাখা হবে না।’
তৃণমূল নেতার বক্তব্য শুনুন 👇
উল্লেখ্য,মোদাচ্ছের হোসেন বর্তমানে ভাঙ্গড় দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। তার এই প্রকার হুঁশিয়ারির পর প্রতিবাদে সরব হয়েছে আইএসএফসহ বিরোধী দলগুলি ।।