এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ ফেব্রুয়ারী : ব্যারাকপুরে তৃণমূল কর্মীকে প্রকাশ্যে থেঁতলে খুন করার পরদিনই পুলিশ কমিশনার পদে বদল করা হল । আজ শনিবার রাজ্য সরকারের তরফে এই বদলি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অজয় ঠাকুরকে ডিআইজি সংশোধনাগারের পদ থেকে বদলি করে ব্যারাকপুরের নগরপালের দায়িত্ব দেওয়া হয় ৷ ব্যারাকপুরের দায়িত্ব থেকে অলোক রাজোরিয়াকে পাঠানো হয়েছে ডিআইজি ট্রাফিক পদে । প্রশাসনের তরফে পুরো বিষয়টিকেই রুটিন বদলি বলে উল্লেখ করা হয়েছে ৷ কিন্তুনব্যারাকপুরে এই রদবদল নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
তিনি এক্স-এ লিখেছেন,’টিএমসিকে টিএমসি খুন করার পর বদলি করা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনার শ্রী অলোক রাজোরিয়া(আইপিএস)কে !উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতে শুক্রবার দিবালোকে তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদব খুন হওয়ার ২৪ ঘন্টারও কম সময়ে, পুলিশ কমিশনারের উপর কুড়াল বর্ষিত হয়েছে। সন্তোষ যাদবকে সাইকেলবাহী আততায়ীরা আক্রমণ করেছিল, যারা তাকে ব্যারাকপুর মহকুমার অধীন নৈহাটি বিধানসভা আসনের গৌরীপুর এলাকায় আটকেছিল । আমার সূত্রগুলি আমাকে বলে যে প্রত্যক্ষদর্শীরা আততায়ীদের টিএমসি কর্মী হিসাবে নিশ্চিত করেছে এবং চিহ্নিত করেছে যাদের টিএমসি পার্টির বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের কারণে মৃত ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ ছিল। দুর্বৃত্তরা তাকে জননবহুল এলাকায় ইট দিয়ে মুহুর্মুহু হামলা করে থেঁতলে দেয় ।’
তিনি আরও লিখেছেন,’মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যত খুশি আপনার অফিসারদের সাথে মিউজিক্যাল চেয়ার খেলতে পারেন, কিন্তু এটি পরিস্থিতি উদ্ধারে সাহায্য করবে না কারণ সত্যটি রয়ে গেছে যে আপনি বাঘে চড়ছেন, যাকে আপনি খাওয়ালেন এবং পুষ্ট করেছেন। এখন আপনার পক্ষে নামা সম্ভব নয় কারণ এটি আপনার রাজনৈতিক ভবিষ্যতকে হুমকির মুখে ফেলেছে। এই দ্বন্দ্ব চলতেই থাকবে কারণ আপনার দলের সবাই চায় দুর্নীতিবাজের এক টুকরো। পুলিশ অফিসারদের বলির পাঁঠা বানানো হবে এবং মূল্য দিতে হবে।’ হত্যাকাণ্ডের সময়ে সিসিটিভি ফুটেজ শেয়ার করে তিনি লিখেছেন,’এর সাথে সংযুক্ত অপরাধ দৃশ্যের ভিডিও বিরক্তিকর। এটা না দেখার পরামর্শ দেওয়া হচ্ছে ।’
প্রসঙ্গত,শুক্রবার ধাওয়া করে টোটো থেকে নামিয়ে ইট দিয়ে থেঁতলে আধমরা করা হয় তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে । তার পর মৃত্যু নিশ্চিত করতে চালানো হয় গুলি। তৃণমূল কর্মী সন্তোষ যাদবের নৃশংস খুনের ২৪ ঘণ্টা পরে মাত্র একজনকে আটক করেছে পুলিশ। তবে সিসিটিভি ফুটেজে দেখা গেছে বেশ কয়েকজনকে ।।