এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,০১ ফেব্রুয়ারী : দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে ফুটবল কার্নিভালের ফাইনাল ম্যাচে আতশবাজির আগুনে দগ্ধ ৮ জন দর্শক । তাদের কাকদ্বীপের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । জানা গেছে,কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার উদ্যোগে এবং কাকদ্বীপ ফুটিবল একাদেমির ব্যবস্থাপনায় এই ফুটবল কার্নিভালের আয়োজন করা হয়েছিল । নাম দেওয়া হয়েছিল এমএলএ কাপ । কাকদ্বীপ বিধান ময়দানে গত ২৮ জানুয়ারী থেকে শুরু হয়েছিল লিগ পর্যায়ের এই ফুটবল টুর্নামেন্ট । শুক্রবার ৩১ জানুয়ারী ছিল দুই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ । মাঠ থেকে সরাসরি সম্প্রচার থেকে শুরু করে এলাহি আয়োজন করা হয়েছিল ।
শুক্রবার চার দলের দুই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হয় । মাঠ ছিল ভিড়ে ঠাসা । অক্ষয় নগর অরবিন্দ সংঘ ও পাঠাগার চ্যাম্পিয়ন হয় । জানা গেছে,দুই সেমিফাইনাল ম্যাচের পর আতসবাজির প্রদর্শনীর আয়োজন করা হয় মাঠে । সেই সময় আতসবাজির আগুনের স্ফুলিঙ্গ ছিটকে ভিড়ে ঠাসা মাঠে দর্শকদের উপর লাগলে পোশাকে আগুন ধরে যায় । তাতে ৮ জন অগ্নিদগ্ধ হয় । তাদের উদ্ধার করে দ্রুত কাকদ্বীপের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।।