এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া ও ভাতার(পূর্ব বর্ধমান),২৮ জুলাই : ‘মাস্ক না পড়ে ঘোরাঘুরি করা দন্ডনীয় অপরাধ,কোথাও অযথা ভিড় করবেন না, হাটে- বাজারে সামাজিক দূরত্ব মেনে চলুন’, প্রভৃতি সচেতনতামূলক বার্তা দিয়ে প্রতিনিয়ত মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ প্রশাসন । কিন্তু এত প্রচার সত্ত্বেও সমাজের একটা অংশের মানুষের মধ্যে এখনও হুঁশ ফেরেনি । সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূর অস্ত, মুখে মাস্ক পড়াই ভূলে গেছেন তাঁরা । এদিকে করোনার তৃতীয় ঢেউয়ের অশনি সংকেত । তাই এবার করোনা বিধি নিয়ে কড়াকড়ির রাস্তায় হাঁটতে শুরু করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ ।
মঙ্গলবার রাত থেকে কাটোয়া মহকুমা এলাকায় জোরদার নজরদারি চালাতে শুরু করেছে পুলিশ । বুধবার সকাল পর্যন্ত মহকুমা এলাকায় অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে আটক করা হয় । তার মধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের মধ্যে ৪ জন কাটোয়া থানা এলাকার ও বাকি ৪ জন কেতুগ্রাম এলাকার বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে । বুধবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় । গ্রেফতারির পাশাপাশি ১০ টি টোটো আটক করেছে পুলিশ । মঙ্গলবার রাতে কাটোয়া শহরে অভিযানে নেতৃত্ব দেন পূর্ব বর্ধমান জেলা (গ্রামীণ) অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস । এদিকে মঙ্গলবার রাতে ভাতার থানার ৬ মাইল বাসস্ট্যান্ড থেকে এক চা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ । তাঁর বিরুদ্ধে নৈশকালীন কারফিউ ভঙ্গ করে দোকান খুলে রাখার অভিযোগ রয়েছে ৷ এদিন ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয়েছে ।
করোনার তৃতীয় ঢেউ রুখতে ইতিমধ্যে নবান্নে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেছে রাজ্য প্রশাসনের কর্তারা ৷ করোনা বিধিনিষেধ কঠোর ভাবে আরোপ করার বিষয়ে ওই বৈঠকে তখন সিদ্ধান্ত হয় বলে খবর । জানা গেছে, নবান্ন থেকে জেলা পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে গুরুত্বপূর্ণ সড়কপথগুলি, হোটেল, রেস্তোরাঁ প্রভৃতির ওপর কড়া নজরদারি রাখা হয় । করোনাবিধি প্রয়োগ নিয়ে কোনও প্রকার ঢিলেমি না দেখানোর জন্য রাজ্যের থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে ।।