এইদিন ওয়েবডেস্ক,গাজিয়াবাদ(উত্তরপ্রদেশ),০১ ফেব্রুয়ারী : দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের গাজিয়াবাদে, আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকে একের পর এক বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে । দিল্লি-ওয়াজিরাবাদ রোডের ভোপুরা চকে এই ঘটনা ঘটেছে ৷ এই বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছিল। ট্রাকে ক্রমাগত বিস্ফোরণের কারণে, আগুন কিছুক্ষণের মধ্যেই আশেপাশের বাড়িগুলিতে পৌঁছে যায়। আগুনের কারণে অনেক যানবাহনও পুড়ে ছাই হয়ে গেছে। মানুষ আতঙ্কিত হয়ে পড়ে ।
সংবাদ সংস্থা এএনআই-এর সাথে কথা বলতে গিয়ে, প্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা রাহুল পাল বলেন,’ভোর ৪.৩৫ নাগাদ আমরা খবর পাই যে এলপিজি সিলিন্ডার বোঝাই একটি ট্রাকে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। পুলিশ আশেপাশের বাড়িগুলি খালি করে দিয়েছে… আগুন ২-৩টি বাড়ি এবং কিছু গাড়িতে ছড়িয়ে পড়েছে। আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনও হতাহতের খবর নেই ।’ তিনি জানান,ভারত গ্যাস কোম্পানির সিলিন্ডার ছিল । চালক নিরাপদ স্থানে পালাতে সক্ষম হয়েছেন ।
স্থানীয় কাউন্সিলর ওমপাল ভাটি জানিয়েছেন যে এই দুর্ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। পুলিশ ও দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে। এর আগে, স্থানীয় এক ব্যক্তি দাবি করেছিলেন যে ভোর ৪.৩০ টার দিকে ট্রাকে বোঝাই সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায়, কাছের একটি কাঠের গুদামও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি বাড়িতেও আগুন লেগেছে ।।