এইদিন ওয়েবডেস্ক,টোকিও,২৮ জুলাই : দ্বিতীয় ম্যাচে জিতে গ্রুপের সেরা হয়ে শেষ ১৬-য় পৌঁছে গেলেন ভারতের মহিলা ব্যাটমিন্টন তারকা পিভি সিন্ধু । তিনি হংকংয়ের এনওয়াই চেয়ুঙ্গকে হারালেন ২১-৯, ২১-১৬ সেটে ৷ দ্বিতীয় গেমে কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পারলেও প্রথম গেমে ভারতীয় তারকা শাটলারের সামনে দাঁড়াতেই পারেননি হংকংয়ের খেলোয়াড় । এরপর প্রি-কোয়ার্টার ফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন পি ভি সিন্ধু ।
হায়দরাবাদের বাসিন্দা ২৬ বর্ষীয় ভারতীয় তারকা শাটলার তাঁর উদ্বোধনী ম্যাচে ইজরায়েলের ক্যাসনিয়া পোলিকার্পোভাকে পরাজিত করেছিলেন । প্রথম গেম মাত্র ১২ মিনিটে ২১-৭ জিতে নেন । ২১ মিনিটে দ্বিতীয় গেম জেতেন ২১-১০-এ ।
ব্যাডমিন্টনে বিশ্বের সেরা বলে পরিচিত স্পেনের ক্যারোলিনা মারিন এবার নেই । কিন্তু রয়েছে চাইনিজ তাইপেই ছাড়া একাধিক দুর্ধর্ষ প্লেয়ার । যাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে সিন্ধুকে ৷
তবে করোনাকালে বেশ কিছুদিন খেলার থেকে দূরে ছিলেন পিভি সিন্ধু । সেই সময়কালের মধ্যে নতুন কোচের কাছে শিখেছেন কিভাবে প্রতিপক্ষের মানসিকতা বুঝতে হয় । ম্যাচের মাঝেই নিজের গেমপ্লান কিভাবে সেট করতে হয় । ফলে প্রতিভা ছাড়াও ট্যাকটিক্যালি অনেকটাই পরিনত হয়ে টোকিও অলিম্পিকে খেলতে নেমেছেন ভারতীয় ব্যাটমিন্টন তারকা পিভি সিন্ধু । ফলে তাঁর দিকে তাকিয়ে আছে আপামর ভারতবাসী ।।
ছবি : ট্যুইটার ।