এইদিন ওয়েবডেস্ক,কোট্টায়াম,২৮ জুলাই : 2019 সালে চ্যাঙ্গানাচেরি আর্চডায়োসিস দ্বারা জারি করা একটি পত্রে বলা হয়েছিল কেরালায় খ্রিস্টান সম্প্রদায়ের জনসংখ্যা দ্রুত হারে হ্রাস পাচ্ছে । এবার জনসংখ্যা বৃদ্ধি করতে সরাসরি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল কেরালার একটি চার্চ । পাঁচের অধিক সন্তানের জন্ম দিলেই প্রতিমাসে ১৫০০ টাকা সাহায্য দেওয়ার কথা জানিয়েছে কেরালার সাইরো-মালবার (Siro-Malabar) ক্যাথলিক চার্চ । ২০০০ সালের পর যারা বিয়ে করেছেন একমাত্র সেই সমস্ত জুড়িরাই এই সুবিধার আওতায় পড়বেন । চার্চের পালা ডায়োসিসের (Pala Diosis) ফ্যামিলি অ্যাপোস্টোলেট (apostolate) অনুসারে, ‘Year of the Family Celebration’ বা ‘পরিবার উদযাপনের বছর’-এর অংশ হিসাবে সোমবার বিশপ জোসেফ কালারঙ্গতের একটি অনলাইন সভায় এই ঘোষণা করা হয়েছে । চার্চের তরফ থেকে জানানো হয়েছে, অতিমারী পরিস্থিতির কারনে সমস্যায় পড়া দুঃস্থ খ্রিস্টান পরিবারগুলির সাহায্যার্থে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ।
ফ্যামিলি অ্যাপোস্টোলেটে ফাদার কুট্টিয়ানকল জানিয়েছেন,আগামী আগস্ট মাস থেকে আর্থিক সাহায্য শুরু হয়ে পারে । চ্যাঙ্গানাচেরি আর্চডায়োসিস দ্বারা জারি করা ঘোষণা পত্রের পরিপ্রেক্ষিতেই কি এই বিশেষ উদ্যোগ ? এই প্রশ্ন করা হলে ফাদার কুট্টিয়ানকল বলেন, ‘ঘোষণা পত্রে বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে ।’ তাঁর কথায়, ‘কেরালায় দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা ছিল খ্রিস্টানদের । বর্তমানে তৃতীয় স্থানে ।’ একই কথা বলা হয়েছিল ২০১৯ সালে জোসেফ পেরুনোত্তম দ্বারা লিখিত ওই পত্রে । চিঠিতে উল্লেখ করা হয়েছে রাজ্যের সব থেকে বৃহত্তম জনসংখ্যা ছিল খ্রিস্টানদের । এখন তৃতীয় স্থানে নেমে এসেছে । খ্রিস্টান জনসংখ্যা কমে ১৮.৩৮ শতাংশ হয়ে গেছে । এরপর কেরালার ওই চার্চের তরফ থেকে খ্রিস্টান পরিবারগুলিকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অভিজ্ঞমহল ।
শুধু আর্থিক সাহায্যই নয়, চতুর্থ সন্তানের জন্মের পর বিনামূলে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে । চারের অধিক সন্তানের জন্ম দেওয়া খ্রিস্টান মহিলাকে চার্চের অধীন হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে রেখে চিকিৎসা করার কথা ঘোষণা করা হয়েছে । এছাড়া চার্চের নিজস্ব ইঞ্জিনিয়ারিং কলেজে পাঠরত ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের বৃত্তির ব্যাবস্থাও করা হবে বলে জানানো হয়েছে ।।
ছবি : সৌজন্যে গুগুল ।