এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ জুলাই : বজ্রপাতের জেরে বিকল হয়ে গেছে গ্রামের বিদ্যুতের ট্রান্সফরমারটি । দ্রুত মেরামতির জন্য বিদ্যুৎ দপ্তরের অফিসে তদ্বিরও করেছিলেন গ্রামবাসীরা । কিন্তু দীর্ঘ কয়েক ঘন্টা পড়েও মেরামতির কোনও লক্ষ্মণ না দেখতে পেয়ে শেষে পথ অবরোধ করলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কালুত্তক গ্রামবাসীরা । মঙ্গলবার বিকেলে গ্রামের কাছে বাদশাহী রোড অবরোধ করে রেখে দেন শতাধিক গ্রামবাসী । অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ । শেষে পুলিশের আশ্বাসে ঘন্টাখানেক পরে অবরোধ তুলে নেওয়া হয় ।
জানা গেছে,সোমবার বিকেল থেকে রাত্রি প্রায় দশটা পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাত ভাতার ব্লক জুড়ে । সেই সঙ্গে মূর্হুমূর্হু চলে বজ্রপাত । সেই সময় কালুত্তক গ্রামের বিদ্যুতের ট্রান্সফরমারটিতে বজ্রপাত হলে গোটা গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ।
স্থানীয় গ্রামবাসী শেখ আলাউদ্দিন বলেন, ‘আমাদের গ্রামে পানীয় জলের মূল উৎস সজলধারা প্রকল্পের জল । এদিকে বিদ্যুৎ না থাকায় জল সরবরাহও বন্ধ হয়ে গেছে । ফলে পানীয় জলের জন্য আমাদের চুড়ান্ত নাকাল হতে হচ্ছে । তাই এদিন সকালে বিদ্যুৎ দপ্তরের অফিস খুলতেই আমরা কয়েকজন মিলে সেখানে গিয়েছিলাম । যাতে ট্রান্সফরমারটি দ্রুত মেরামতি করা হয় তার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম । কিন্তু আমাদের কথায় কোনও গুরুত্ব দেওয়া হয়নি ।’
জানা গেছে, বিদ্যুৎ দপ্তরের কর্মীদের জন্য এদিন দুপুর পর্যন্ত অপেক্ষা করেন কালুত্তক গ্রামের বাসিন্দারা । কিন্তু ট্রান্সফরমারটি মেরামতির জন্য দপ্তরের কর্মীরা না আসায় ক্ষিপ্ত গ্রামবাসীরা বাদশাহী রোড অবরোধ করে রেখে দেন । যদিও ঘন্টা খানেক পর অবরোধ তুলে নেওয়া হয় ।।