শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ জানুয়ারী : যুব সমাজকে মাঠমুখি করার লক্ষ্যে জমজমাট এক দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন আউসগ্রামের বেলাড়ি হাইস্কুল মাঠে। পূর্ব বর্ধমানের আউশগ্রামের বেলাড়ি গ্রামীণ পাঠাগারের উদ্যোগে আটদলীয় ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রান্ত মুখার্জী ও তিলোত্তমা ঘোষের স্মৃতির উদ্দেশ্যে এই ক্রিকেট প্রতিযোগিতায় বিভিন্ন প্রান্তের আটটি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলায় মুখোমুখি হয় আর জে প্যানথাস বর্ধমান বনাম গ্রীন গ্ল্যাক্সি বুদবুদ। ফাইনালে আর জে প্যান্থাস বর্ধমান টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত চার ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩২ রান সংগ্রহ করে। গ্রীন গ্যালাক্সি বুদবুদ জবাবে ব্যাট করতে নেমে ৬ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয়। প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে ঘোষিত হয় গ্রীন গ্যালাক্সি বুদবুদ। বিজয়ী ও বিজিত দলকে সুদর্শনীয় ট্রফি সহ আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
পাশাপাশি ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ, বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান সহ একাধিক পুরস্কার প্রদান করা হয়। উদ্যোক্তাদের তরফে শ্রীকুমার চট্টোপাধ্যায়, শতদল মেটেরা জানান, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের জনদিবস উপলক্ষ্যে প্রতি বছরে নেয় এ বছরও ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ২৫ তম বর্ষের প্রতিযোগিতা এটি। মূলত যুবকদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর লক্ষ্যে এবং যুব সমাজকে মাঠমুখি করার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন।।