দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৪ জানুয়ারী : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের ১১ মাইল জঙ্গল এলাকা বিপুল পরিমাণ গাঁজা ও ৩ লক্ষাধিক টাকাসহ ৬ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ । আটক করা হয়েছে ২ টি চারচাকা গাড়ি । ধৃতরা হল, পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা খুসবর আলী শেখ(৩০), শেখ হায়দার(৪৪),মহম্মদ ইসা খান(৪০) এবং বীরভূমের বোলপুরের বাসিন্দা অসীম কুমার সরকার(৩৯),সন্তোষ ঘোষ(৩৬) এবং বিকাশ ঘোষ(৩৩)। ধৃতদের কাছ থেকে ৭৯ টি প্যাকেটে মোট ৮১.২০০ কেজি গাঁজা এবং ৩,২৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । পাশাপাশি সাতটি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে । ধৃতরা যে দুটি চারচাকা গাড়িতে চড়ে গাঁজা পাচারের জন্য যাচ্ছিল সেদুটি গাড়িও আটক করা হয়েছে ।
পুলিশ সূত্রে খবর,গোপন সূত্র থেকে খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশের স্পেশাল ফোর্স এবং আউশগ্রাম পুলিশের যৌথবাহিনী বুধবার রাতে অভিযান চালায় । আউশগ্রামের ১১ মাইল জঙ্গল এলাকায় পুলিশবাহিনী ওৎপেতে বসেছিল। সেই সময় মেদিনীপুর থেকে বীরভূম মুখে যাওয়া ওই গাড়ি দুটি আটকে তল্লাশি অভিযান চালাতেই বিপুল পরিমাণ গাঁজা নজরে পড়ে পুলিশের । তল্লাশি চালিয়ে তিন লক্ষাধিক টাকা ও ৭ টি স্মার্টফোন উদ্ধার হয় । এরপর পুলিশ ৬ জনকে গ্রেফতার করে । আজ বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হলে তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয় । ধৃতদের জেরা করে এই চক্রের জাল কত দূর পর্যন্ত বিস্তৃত তার জানার চেষ্টা করছে পুলিশ।।