এইদিন ওয়েবডেস্ক,ময়মনসিংহ,২২ জানুয়ারী : ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে ভারতীয় চিনি ও জিরা গুদামজাত করার অভিযোগে দুই ছাত্র প্রতিনিধিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের যৌথবাহিনী। আজ বুধবার বিকেলে পৌরশহরের আমুয়াকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মালপত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল,ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা এলাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মহম্মদ জিল্লুর রহমান হৃদয় (২৮) ও একই উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের বাসিন্দা মহম্মদ মাসুদ রানা (২৬)।
এই বিষয়ে ফুলপুর উপজেলার ছাত্র প্রতিনিধি লাবীব নাহাদী রাহাত বলেন, ‘দুইজনই ফুলপুরের ছাত্র প্রতিনিধি। তবে তাদের ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠনের নয় ।’
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল হাদি বলেন, গোপন সূত্রে খবরের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর ইব্রাহীমের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় ভারতীয় পণ্য গুদামজাত করার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ১২০ বস্তা চিনি এবং ১৫ বস্তা জিরা বাজেয়াপ্ত করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ধৃয়তদের বিরুদ্ধে ভারতীয় সামগ্রী চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।।