এইদিন ওয়েবডেস্ক,আসানসোল,২২ জানুয়ারী : রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে । আসানসোলে আপকার গার্ডেনে মন্ত্রীর দু’তলা ভবনের নিচের তলায় অফিসে টেবিলের কাঁচ ভেঙে দিয়েছে এক যুবক । আওয়াজ শুনে লোকজন ছুটে এসো ওই যুবককে ধরে ফেললে সে আর কিছু ভাঙচুর চালাতে পারেনি বলে জানা গেছে । এদিকে খবর পেয়ে মন্ত্রীর বাড়িতে ছুটে আসেন আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী । আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল বিশ্বজিত নস্কর ।
জানা গেছে, ঘটনার সময় মলয় ঘটক বাড়িতে ছিলেন না । তিনি উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন । সেই কারনে আজ বুধবার মন্ত্রীর অফিস ও ফাঁকা ছিল । সেই সুযোগে দুপুর নাগাদ ওই যুবক অফিসে ঢুকে টেবিলের কাঁচ ভেঙে দেয় । যুবক কেন এই কাজ করলো তার স্পষ্ট নয় । পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে । এদিকে মন্ত্রীর বাসভবনে পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে একজন মন্ত্রী বাড়িতে যদি এই ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষের কি হবে তা নিয়েও প্রশ্ন তুলছেন সাবধানে বাসিন্দারা ।।