এইদিন ওয়েবডেস্ক,জম্মু,২১ জানুয়ারী : সীমান্তবর্তী গ্রাম পারগওয়ালের একাদশ শ্রেণির ছাত্রী মানশিকা রাজপুত(Manshika Rajput) সম্প্রতি সমাপ্ত জাতীয় আবহাওয়া অলিম্পিয়াডে (National Meteorology) প্রথম স্থান অধিকার করেছে। ভারত আবহাওয়া বিভাগের (আইএমডি) ১৫০ তম বার্ষিকী উপলক্ষে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। মানশিকা বর্তমানে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে অবস্থিত পারগওয়ালের (Pargwal) সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত। ব্যতিক্রমী পারফরম্যান্সের জন্য আইএমডির আবহাওয়া বিভাগের মহাপরিচালক ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র তাকে সম্মানিত করেছেন। মেট-অলিম্পিয়াডের লক্ষ্য ছিল তরুণ প্রতিভাকে অনুপ্রাণিত করা এবং আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। অংশগ্রহণকারীরা তাদের জ্ঞান পরীক্ষা করার জন্য আবহাওয়া সংক্রান্ত একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি করা । মানশিকার এই সাফল্য কেবল তার স্কুলের জন্যই নয়, জম্মুর প্রত্যন্ত গ্রাম পারগওয়ালের জন্যও গর্বের। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিও ছিল, যিনি আইএমডি ভিশন-২০৪৭ নথিটি চালু করেছিলেন, পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এবং বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) মহাসচিব অধ্যাপক সেলেস্তে সাউলোও উপস্থিত ছিলেন।।