এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২১ জানুয়ারী : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধান জমিতে উলটে পড়ল বেপরোয়া গতির যাত্রীবাহী বাস । আর এতে আহত হয়েছে ১ শিশু সহ অন্তত ৩০ জন যাত্রী । আজ মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-কুসুমগ্রাম রোডে ভান্ডারডিহি ও ছোটবেলুনের মাঝে একটা পেট্রোল পাম্পের সামনে ৷ দুর্ঘটনায় ১ শিশু সহ অন্তত ৩০ জন যাত্রী জখম হয়েছে । তাদের সকলকে প্রথমে কুড়মুন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । তাদের মধ্যে বেশ কয়েকজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । দুর্ঘটনার জন্য বেপরোয়া গতিতেই দায়ি করেছেন যাত্রীরা । তাদের অভিযোগ, চালককে বারবার আস্তে চালানোর কথা বললেও তিনি কারোর কথায় কর্ণপাত করেননি ।
জানা গেছে,আজ সকালে বর্ধমান থেকে কুসুমগ্রাম মুখে যাচ্ছিল বাসটি । অফিস আওয়ারস হওয়ায় বাসটিতে প্রচুর ভিড় ছিল । নির্ধারিত সময়ে বাসস্টান্ডে ঢোকার তাগিদ থাকার কারনে চালক বাসটি প্রচন্ড গতিতে চালাচ্ছিল বলে অভিযোগ । যেকারণে বর্ধমান-কুসুমগ্রাম রোড ধরে যাওয়ার সময় ভান্ডারডিহি ও ছোটবেলুনের মাঝামাঝি জায়গায় এসে চালক বাসের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সোজা রাস্তার পাশে ধান জমিতে বাসটি নামিয়ে দেয় এবং বাসটি উলটে । মূলত প্রচন্ড ঝাঁকুনিতে যাত্রীরা জখম হয় ।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধার কাজে হাত লাগায় । পরে স্থানীয় থানার পুলিশ এসে আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় । পুলিশ পরে ক্রেনের সাহায্যে বাসটি জমি থেকে তুলে থানায় নিয়ে যায় । বাসটি আটক করেছে পুলিশ । তবে চালক পলাতক ।।