এইদিন ওয়েবডেস্ক,আসানসোল,২১ জানুয়ারী : পূর্ত দপ্তরের অধীনে পানীয় জল সরবরাহের জন্য পাইপ লাইন বসানোর জন্য মাটি কাটার কাজ চলছিল । সেই সময় মাটির ধ্বস চাপা পড়েন ৪ জন শ্রমিক । আজ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া কলিয়ারী এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সালানপুর থানার পুলিশ । পুলিশ চার শ্রমিককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ।সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন । পুলিশ জানিয়েছে,মৃতদের নাম রাজ্জাক শেখ (২২),রোহিত উদ্দিন শেখ (১৮) এবং নিতেশ পাসওয়ান(২৫)। আহত সামসুল শেখ(২০) এখনও চিকিৎসাধীন। হতাহতদের মধ্যে তিনজনের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলার ও চতুর্থ জন কুলটির চিনাকুড়ির বাসিন্দা ।
জানা গেছে,আজ সকাল থেকে রেল সাইডিং রাস্তার পাশে রাজ্যে সরকারের পিএইচই-র জলের পাইপ লাইন বসানোর কাজ চলছিল । ভূগর্ভস্থ পাইপ লাইন বসানোর জন্য গর্ত খুঁছিল বেশ কিছু শ্রমিক । সেই সময় ধ্বস নামলে ৪ জন শ্রমিক মাটি চাপা পড়ে যান । স্থানীয় বাসিন্দারা ছুটে এসে শাবল, কোদাল দিয়ে মাটি কেটে তাদের বের করার চেষ্টা করে । কিন্তু তারা ব্যর্থ হয় । পরে পুলিশ এসে একটি জেসিবি মেশিন দিয়ে মাটি সরানোর ব্যবস্থা করে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ৪ শ্রমিককে উদ্ধার করে । কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় । তিন শ্রমিক দমবন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান৷ চতুর্থ জনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে । স্থানীয় বাসিন্দা ফুচু বাউরি বলেন, ধস নামার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি চারজন চাপা পড়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।একজনের অবস্থা আশঙ্কাজনক।।