এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ জানুয়ারী : স্কুটিতে চড়ে মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার পথে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল মায়ের । গুরুতর আহত হয়েছেন বাবা । আজ মঙ্গলবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে কলকাতার যাদবপুরের ৮ বি স্ট্যান্ড স্ট্যান্ডের সামনে । মৃতার নাম দেবশ্রী নস্কর মন্ডল। আহত তাপস মন্ডল অরবিন্দ সেবা কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন । তার অবস্থা গুরুতর তবে দম্পতির ৪ বছরের মেয়ে অঙ্কিতা মন্ডল সুস্থ আছে বলে জানা গেছে । পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে ।
জানা গেছে, দম্পতির বাড়ি সন্তোষপুর এলাকায় । তাদের একমাত্র সন্তান অঙ্কিতা ঢাকুরিয়া বিনোদিনী গার্লস এর ছাত্রী । আজ সকালে সন্তোষপুর থেকে স্কুটারে মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন দম্পতি । কিন্তু তারা ৮ বি স্ট্যান্ডের সামনে আসতেই একটা সরকারি এস ৩১ বাস বেপরোয়া গতিতে তাদের স্কুটিতে সজোরে ধাক্কা মারে ৷ স্কুটিসহ দুর্ঘটনাস্থলে ছিটকে পড়ে মা-বাবা ও মেয়ে । দেবশ্রীদেবীর মাথায় গুরুতর আঘাত লাগে । সেই আঘাতের জেরে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তার । গুরুতর আহত হন তাপসবাবু । পরে পুলিশ এসে তাকে ও তার স্ত্রীর দেহ উদ্ধার করে নিয়ে যায় ।।