এইদিন ওয়েবডেস্ক,ভুবনেশ্বর,২১ জানুয়ারী : গড়িয়াবন্দ জেলার ওড়িশা-ছত্তিশগড় সীমান্তে সিআরপিএফ-এর সাথে ওড়িশা ও ছত্তিশগড় পুলিশ বাহিনীর যৌথ অভিযানে আজ মঙ্গলবার সকালে বন্দুকযুদ্ধে ১৩ জন নকশাল খতম হয়েছে। এর আগে, নকশাল বিরোধী অভিযানের অংশ হিসাবে সোমবার ভোররাতে নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) এর দুই মহিলা নকশালকে হত্যা করেছিল নিরাপত্তা কর্মীরা। এর সাথে, চলমান আন্তঃরাজ্য বিরোধী নকশাল অভিযানে নিহত মাওবাদীর সংখ্যা বেড়ে ১৪ হয়েছে ।
ওড়িশা পুলিশ একটি বিবৃতিতে বলেছে যে সোমবার গভীর রাতে এবং ভোরে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে বন্দুকযুদ্ধে ১২ জন নকশাল নিহত হয়েছে। ডিজিপি ওয়াই বি খুরানিয়ার মতে, ঘটনাস্থল থেকে একটি স্ব-লোডিং রাইফেল এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) সহ প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় এখনো তল্লাশি অভিযান চলছে বলে জানান তিনি।
নিহত ১২ জন মাওবাদী নিষিদ্ধ ঘোষিত সিপিআই (মাওবাদী) মাইনপুর-নুয়াপাদা শাখার সদস্য বলে জানা গেছে। সূত্রের খবর যে নুয়াপাদা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কুলারিঘাট সংরক্ষিত বনাঞ্চলে বেশ কয়েকটি নকশাল উপস্থিতির বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়ার পরে রবিবার রাতে অভিযান শুরু করা হয়েছিল। ওড়িশা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ, ছত্তিশগড় পুলিশের ই-৩০ ফোর্স এবং সিআরপিএফ যৌথ অভিযানে অংশ নেয়।।