সঙ্কল্প দে,দুবরাজপুর(বীরভূম),২১ জানুয়ারী : প্রায় মাস দেড়েক আগে বীরভূম জেলার ব্যাগ ভর্তি সোনা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল বীরভূম জেলার দুবরাজপুর শহরে । এই ঘটনায় ছিনতাইকারী দলের মূল পান্ডাকে গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শেখ রঞ্জু। রবিবার রাতে দুবরাজপুরের সাতকেন্দুরী মোড় থেকে তাকে পাকড়াও করে পুলিশ । সোমবার ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ২৮শে জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন । আজ মঙ্গলবার ওই দুষ্কৃতীর টিআই প্যারাড করানো হবে বলে জানিয়েছেন দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে।
দুবরাজপুর শহরে ওই ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের ২৭ নভেম্বর রাত্রে । বেশ কিছু সোনার গহনা ভরে বাড়ি ফিরছিলেন জনৈক ব্যক্তি । সেই সময় তার হাত থেকে সোনা ভর্তি ব্যাগট ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীর দল । সঙ্গে সঙ্গে তিনি দুবরাজপুর থানার দ্বারস্থ হন । অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নামে পুলিশ । শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজ এবং সূত্র মারফত পুলিশ দলটি চিহ্নিত করে । এর আগে পুলিশ এই ঘটনায় ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল । তাদের জেরা করে দলের পান্ডা শেখ রঞ্জুর নাম পুলিশ জানতে পারে । এরপর তাকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে পুলিশ । অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে রানীগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের দুবরাজপুরের সাতকেন্দুরী মোড় থেকে তাকে পাকড়াও করা হয়। ধৃতকে জেরা করে তার চক্রে আর কেউ জড়িয়ে আছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।