প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৬ জুলাই : বিল পাশে ’কাটমানি’ মিলছে না বলে স্বাস্থ্যসাথী প্রকল্পকে বানচাল করতে চাইছে দু’একটি ’থার্ড পার্টি এজেন্সি’ (টি পি এ) ।এমনই অভিযোগ এনে পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানালেন বর্ধমানের প্রগ্ৰেসিভ নার্সিংহোম এ্যসোসিয়েশনের সভাপতি। অভিযোগ পাওয়ার পরেই নড়েনড়ে বসেছেন জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা । সোমবার থেকে শুরু হল অভিযোগের তদন্ত ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের চিকিৎসা সুরক্ষার জন্য ’স্বাস্থ্যসাথী’ প্রকল্প চালু করেন । ’স্বাস্থ্যসাথী’ কার্ডের মাধ্যমে পরিবার পিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ দেবার ঘোষনা করেছে রাজ্য সরকার।এই কাজে নিয়োগ করা হয়েছে দুটি বীমা কোম্পানিকে ।সেই বীমা কোম্পানি গুলির মধ্যে বীরভূমের ’এফ এইচ পি এল ’ইন্সুরেন্স কোম্পানি এই অনিয়ম করেছে বলে অভিযোগ বর্ধমানের প্রগ্ৰেসিভ নার্সিংহোম এ্যসোসিয়েশনের সভাপতি সেখ আলাউদ্দিনের।তার অভিযোগের ভিত্তিতে ডেপুটি সিওএমএইচ (১) এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার বিকালে বর্ধমানের বেসরকারী ’সান’ হাসপাতালে যান ।
স্বাস্থ্য কর্তাদের ওই বেসরকারী হাসপাতালের
অধিকর্তা মহম্মদ আলহাজউদ্দিন জানান,
তাঁদের হাসপাতালে চিকিৎসার পুরো বিল অ্যাপ্রুভ না হওয়ায় রোগী ও তার পরিবার কে সমস্যায় পড়তে হচ্ছে। চিকিৎসা হয়ে যাওয়ার পরেও সেই কারণে রোগী কে ছুটি দেওয়া যাচ্ছে না । ওই হাসপাতালে থাকা বাঁকুড়ার ইন্দাসের রোগী মুরারী ধারার ছেলে শম্ভু ধারা জানান, ’ব্রেন স্ট্রোকের রোগী হিসেবে গত ২৮ জুন তাঁর বাবা এই বেসরকারী হাসপাতালে ভর্তি হন । ভর্তির সময়ে রোগী খুবই সঙ্কটাপন্ন ছিলেন। চিকিৎসা মেলার পর এখন তিনি সুস্থ।কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছে, তাঁদের চিকিৎসার পুরো বিল ’টি পি এ’ ছাড়েনি।তাই রোগীকে এখন ছাড়া যাচ্ছে না“। মহম্মদ আলহাজউদ্দিন এই প্রসঙ্গে বলেন রোগী ’স্বাস্থ্যসাথী, কার্ডে ভর্তি হয় । সি ইউ তে ভর্তি থাকা ও ওষুধ সহ তার চিকিৎসায় ৯৬ হাজার টাকা বিল হয়েছে । কিন্তু ’টি পি এ’ দিতে চাইছে মাত্র ৩৪ হাজার টাকা ।আলহাজউদ্দিনের অভিযোগ ওই ’টি পি এ’ ইচ্ছাকৃত ভাবে এই কাজ করছে। ’কাটমানি’ খাবার লোভে ’টি পি এ ’ এই চক্রান্ত করছে বলে সরাসরি অভিযোগ করেছেন আলহাজউদ্দিন।তিনি দাবি করেছেন, ’টি পি এ’ কোম্পানিকে দ্রুত পরিবর্তন করুক রাজ্য সরকার ।
ডেপুটি সিওএমএইচ(১) জগন্নাথ মণ্ডল বলেন, ’অভিযোগ পাওয়ার পর এদিন কাগজপত্র দেখা হল।রিপোট জেলা স্বাস্থ্য আধিকারিককে দেওয়া হবে’।