সংকল্প দে,বীরভূম,২০ জানুয়ারী : রবিবার বাড়ি থেকে বের হয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যান বছর ৫৫-এর এক প্রৌঢ় । পরিবারের লোকজন তার সন্ধানে বহু খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান করতে পারেননি । অবশেষে আজ সোমবার সকালে বাড়ির অদূরে একটা পুকুরে ওই প্রৌঢ়ের দেহ ভাসতে দেখে । ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার দুবরাজপুর থানা এলাকার । খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় । পুলিশ জানিয়েছে, মৃতের নাম নাকধর মেটে (৫৫)। বাড়ি দুবরাজপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মেটে পাড়ায় । তিনি পদ্মফুলের ব্যবসা করতেন ।
জানা গেছে,নাকধর মেটে বিভিন্ন পুকুর থেকে পদ্মফুল তুলে বিক্রি করতেন । রবিবার সকালেও যথারীতি তিনি পুকুরে পদ্মফুল সংগ্রহ করতে গিয়েছিলেন৷ কিন্তু তারপর আর তিনি বাড়ি ফেরেননি৷ আজ দুপুরে দুবরাজপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাঁধা পুকুরে তাকে তার দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা । পরে খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় । মৃতদেহ প্রথমে দুবরাজপুর গ্রামীন হাসপাতালে এবং পরে ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।
দেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন ও দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পান্ডে । মৃতের পরিবার পরিজনের পাশাপাশি প্রচুর লোকজন জড়ো হয়ে যায় পুকুর পাড়ে । কিভাবে ওই প্রৌঢ়ের জলে ডুবে মৃত্যু হল তা নিয়ে ধন্দ্বে রয়েছেন বাসিন্দারা । পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।।