এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,১৯ জানুয়ারী : গত বছরে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক পূজানুষ্ঠানে অশান্তির দৃষ্টান্ত তুলে ধরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করলেন,’বাংলায় হিন্দু বিপন্ন ।’ পাশাপাশি তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা দেন,’হিন্দু তুমি জাগো’। আজ রবিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতের নীলগঞ্জের সুভাষনগর এলাকায় সনাতন ধর্ম প্রচার ও প্রসার সংঘ আয়োজিত ‘বিশ্ব গীতা মহাযজ্ঞ’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী । সন্ন্যাসীদের দ্বারা অনুষ্ঠিত যজ্ঞে ঘি অর্পন ও পূজার পর তিনি জনসভায় ভাষণ দেন ।
ভাষণে শুভেন্দু অধিকারী বলেন,’এটা (পশ্চিমবঙ্গ) বাঙালি হিন্দুদের হোমল্যান্ড । এই হোমল্যান্ড আজ বিপন্ন । হিন্দুদের হাতছাড়া হতে চলেছে । ২০২৪ সালের ফালাকাটায় দুর্গাপুজো মণ্ডপে ঢুকে বলছে শাঁখ বাজানো, উলুধ্বনি দেওয়া যাবে না । গার্ডেনরিচ… বলছে, এটা আমাদের এলাকা মাইক বাজবে না, গীতা পাঠ হবে না, চণ্ডী পাঠ হবে না, গায়ত্রী মন্ত্র হবে না, মাইক বন্ধ করো । আপনাদেরই বিরোধী দলনেতা গার্ডেনরিচের মন্ডপে দাঁড়িয়ে আরতি করে এসেছে ।’ এরপর তিনি বলেন,’বাংলায় হিন্দু বিপন্ন ৷ যোগী আদিত্যনাথ এর মত সুশাসন এবং সুরক্ষা চাই বাংলায় । হিন্দু তুমি জাগো ।’
নিজের বক্তব্যের ভিডিও এক্স-এ শেয়ার করে শুভেন্দু অধিকারী লিখেছেন,’আজ আমি সুভাষনগর, নীলগঞ্জ, বারাসাতে সনাতন ধর্ম প্রচার ও প্রসার সংঘ আয়োজিত ‘বিশ্বগীতা মহাযজ্ঞে’ যোগ দিয়েছিলাম। আমি আনন্দিত যে এই ধরনের গৌরবময় অনুষ্ঠানগুলি পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে সংগঠিত হচ্ছে এবং লোকেরা সনাতন ধর্মের নীতিকে গ্রহণ করছে।’ ‘বিশ্বগীতা মহাযজ্ঞে’ অনুষ্ঠানের পর বারাসাতের বিদ্যাসাগর সভাকক্ষে হিন্দু মিশন আয়োজিত ‘শতবর্ষ হিন্দু সম্মেলন’-এ যোগ দেন বিরোধী দলনেতা ।।