এইদিন ওয়েবডেস্ক,প্রয়াগরাজ,১৯ জানুয়ারী : উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় নজর কেড়েছে আইআইটিয়ান সন্নাসী হরিয়ানার অভয় সিং-এর মত কিছু মানুষ । সংবাদমাধ্যমের ক্যামেরা কার্যত সারাদিন তাক করে আছে । মধ্যপ্রদেশের এমনই এক তরুনীও ভাইরাল হয়েছেন মহাকুম্ভে । মহাকুম্ভে রুদ্রাক্ষের মালা বিক্রি করা মোনালিসা নামে ওই তরুনীর সৌন্দর্য ও সরলতার কারনে নেটিজেনরা তাকে ব্যাপক পছন্দ করেছেন । কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মোনালিসার বিড়ম্বনা বাড়িয়ে দিয়েছে । মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসা বলছেন, সারাদিন তার পাশাপাশি লোকজন ঘুরঘুর করছে । কেবল তার ছবি নিতে চাইছে । মালা বিক্রি করতে দিচ্ছে না । ফলে তার নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে । তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে সুরক্ষার জন্য আবেদন করেছিলেন। কিন্তু শুধু নিরাপত্তার কথা ভেবে তার বাবা তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন ।
মোনালিসা মধ্যপ্রদেশের মহেশ্বরের বাসিন্দা। তিনি তার পরিবারের সাথে মহাকুম্ভ মেলায় রুদ্রাক্ষের মালা বিক্রি করতে এসেছিল। কিন্তু সুন্দরী মোলানিসাকে দেখে মেলায় আসা কিছু ইউটিউবার তার ভিডিও করে পোস্ট করতেই রাতারাতি ভাইরাল হয়ে যান ওই তরুনী । নজরে পড়ে যায় ওই তার সাথে কথা বলেছেন। মোনালিসার ছবি ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় তারকা হয়ে ওঠেন মোনালিসা। মানুষ তার সৌন্দর্য এবং সরলতায় পাগল হয়ে ওঠে । বর্তমানে, তার বিড়ম্বনার কারন হয়ে দাঁড়িয়েছে তার গুণমুগ্ধরা ।
জানা গেছে,মোনালিসা যখনই বাইরে বের হতেন, তখনই তাকে ঘিরে মানুষের ভিড় জমে যেত । কিছু লোক মোনালিসার সৌন্দর্যের কারণে তাকে মহাকুম্ভ থেকে তুলে নিয়ে যাওয়ারও হুমকিও দিয়েছিল বলে খবর । এছাড়াও, লোকেরা তার সাথে ছবি তোলার চেষ্টা করে এবং কথা বলা জনার জোরাজুরি করা মোনালিসার জন্য সমস্যা হয়ে ওঠে । তিনি বলেছেন, ‘আমরা মেলায় ঘুরে ঘুরে রুদ্রাক্ষের মালা বিক্রি করি । মহাকুম্ভেও একই উদ্দেশ্যে এসেছিলাম । কিন্তু আমায় মালা বিক্রি করতে দিচ্ছে না ।’
এদিকে, মোনালিসার বোনেরা এখনও মহাকুম্ভ মেলায় মালা বিক্রি করছে। মোনালিসার বোন জানিয়েছেন যে, লোকেরা মোনালিসার পিছন পিছন ঘুরছিল । সে যেখানেই যেত, লোকেরা তাকে অনুসরণ করতে শুরু করত। যার কারণে তার কাজ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল। তাই তার বাবা তাকে মধ্যপ্রদেশে তার বাড়িতে ফেরত পাঠিয়ে দিয়েছেন ।।