এইদিন ওয়েবডেস্ক,হরিশ্চন্দ্রপুর,২৬ জুলাই : বন্যাত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ তুলে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সোনামণি সাহার বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন খোদ বিডিও । এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বিডিও অনির্বাণ বসু বলেন, ‘বিষয়টি থানায় জানানো হয়েছে । পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ।’
বন্যার ঘটনাটি ঘটে ২০১৭ সালে । এলাকার বহু বাড়ি ভেঙে পড়েছিল । আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছিল অসংখ্য ঘরবাড়ি । রাজ্য সরকারের তরফ থেকে সম্পুর্ণ ক্ষতিগ্রস্থদের জন্য ৭০ হাজার ও আংশিক ক্ষতিগ্রস্থদের জন্য ৩,৩০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল । কিন্তু ক্ষতিগ্রস্তদের অনেকেই সেই টাকা পাননি বলে অভিযোগ ।
প্রধান সোনামণি সাহার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি তাঁর ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা ঢুকিয়ে দিয়ে আত্মসাৎ করে নিয়েছেন ।ক্ষতিগ্রস্থদের অনেকেই এই বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন । তৎকালীন বিরোধী দলনেতা আব্দুল মান্নান হরিশ্চন্দ্রপুর-১ ব্লক প্রশাসনের বিরুদ্ধে তদন্তে ঢিলেমির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ।
শেষ পর্যন্ত রবিবার প্রধানের বিরুদ্ধে এফ আই আর দায়ের করলেন বিডিও । এই বিষয়ে জানতে প্রধান সোনামণি সাহাকে একাধিকবার ফোন করা হয় । তবে তিনি ফোন রিসিভ না করায় মতামত জানা যায়নি ।।