এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,১৯ জানুয়ারী : এলাকায় বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের বিজেপির এক সদস্যাকে দলে যোগদান করানোর অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । অভিযোগটি তুলেছেন দলবদল করা খোদ পঞ্চায়েত সদস্যা কল্পনা বর্মণ । তিনি পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের ১৮/৯৭ নম্বর ডাঙ্গাপাড়া বুথের নির্বাচিত প্রতিনিধি । শনিবার মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দেবী চৌধুরানী সভাকক্ষে দীক্ষা কর্মসূচিতে যোগ দিয়ে রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে শাসকদলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছিলেন। কিন্তু দলবদলের দুই ঘণ্টার মধ্যেই মোহভঙ্গ হয় তার ।ফের তিনি বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য দেবাশীষ বিশ্বাসের হাত থেকে পদ্মপতাকা তুলে নিয়ে পুরনো দলে ফিরে আসেন ।
কল্পনা বর্মন বলেন,’আমার এলাকায় বিভিন্ন সরকারি প্রকল্পেত কাজের প্রলোভন দেখিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়। কিন্তু পরে আমি আমার ভুল বুঝতে পারি। তাই ফের বিজেপিতে ফিরে এসেছি ।’ রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্যা তৃণমূল নেত্রী সর্বানী ধারা তাঁকে ভুল ভুলিয়ে তাদের দলীয় অনুষ্ঠানে নিয়ে গিয়ে যোগদান করান বলে অভিযোগ তার । যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় । তবে বিজেপি নেতা দেবাশীষ বিশ্বাস শাসকদলকে নিশানা করে বলেন, ‘আসলে তৃণমূলের পায়ের তলায় মাটি সরে গেছে । তাই এই ধরনের নোংরা রাজনীতি করছে। বিধায়ক তহবিলের অর্থ দিয়ে কল্পনা বর্মণকে তার এলাকায় কাজ করার মিথ্যে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে যোগদান করানো হয়েছিল । কিন্তু তৃণমূলের এই ষড়যন্ত্র বুঝতে পেরে তিনি ফের বিজেপিতে ফিরে এসেছেন ।’।