এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ জানুয়ারী : শিয়ালদহ রেলস্টেশন থেকে ৩ রোহিঙ্গা গ্রেপ্তার হয়েছে বলে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ধৃত ২ মহিলা ও এক পুরুষ রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদের মুহুর্তের ভিডিও এক্স- পোস্ট করে শুভেন্দু জানিয়েছেন যে তারা জাতীয় রাজধানী দিল্লিতে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা করেছিল । বিষয়টি নিয়ে তদন্ত করার জন্য তিনি এনআইএ ও দিল্লি পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।
শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে কেউ তাকে ফেসবুক পোস্টে ট্যাগ করলে তিনি এই তথ্যটি সম্পর্কে জানতে পারেন । তিনি লিখেছেন,’আজ সকালে কলকাতার শিয়ালদহ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে দুই নারীসহ ৩ রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। রেলওয়ে টিটিই বা ট্রাভেলিং টিকিট পরীক্ষক গতকাল রাতে তাদের উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয়। গ্রেফতারকৃতরা মিয়ানমারের নাগরিক। তারা বৈধভাবে ভারতে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র দিতে পারেনি। সম্ভবত এই অবৈধ অভিবাসীরা আগে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশের কক্সবাজারের বালুখালী ক্যাম্পে বসবাস করছিলেন। তারা কিছু এজেন্টকে কিছু টাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছে। তারা কলকাতা থেকে নয়াদিল্লি যেতে এবং অবশেষে সেখানে স্থায়ী হওয়ার ইচ্ছা পোষণ করেছিল। তারা ক্যামেরায় স্বীকার করেছেন যে তারা অনেক রোহিঙ্গাকে চেনেন নতুন দিল্লিতে বসতি স্থাপন করেছেন।’
তিনি আরও লিখেছেন,আমি মাননীয় দিল্লির এলজিকে নতুন দিল্লীতে রোহিঙ্গাদের বসবাসের বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ করছি এবং এনআইএ ও দিল্লি পুলিশের দ্বারা তদন্ত করাতে অনুরোধ করছি । কিভাবে নতুন দিল্লির ঘাঁটি গাড়া এই ধরনের লোকদের জন্য পশ্চিমবঙ্গ নিরাপদ পথ হয়ে উঠেছে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে অবৈধ অর্থপ্রদান এবং প্রাপ্তির বিষয়টিও খতিয়ে দেখা উচিত যা এই ধরনের অবৈধ সীমান্ত অনুপ্রবেশকে সহায়তা করছে।’।