এইদিন ওয়েবডেস্ক,গোয়ালপোখর(উত্তর দিনাজপুর), ১৮ জানুয়ারী : অবশেষে এনকাউন্টারে খতম হল পুলিশের উপর গুলি চালানো ২ লক্ষ টাকার পুরষ্কার ঘোষণা করা আসামি সাজ্জাক আলম । রায়গঞ্জ কেন্দ্রীয় সংশোধনাগারের বিচারাধীন বন্দি সাজ্জাক আলমকে গত বুধবার ইসলামপুর আদালতে শুনানিতে হাজির করানোর জন্য প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হলে গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার একরচালা কালী মন্দিরের কাছে শৌচকর্মের নাম করে দুই পুলিশকর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে বাইকে চড়ে ফেরার হয়ে গিয়েছিল । গুলিবিদ্ধ হয় দুই পুলিশকর্মী৷ তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে সাজ্জাক আলমের সন্ধান পেতে রায়গঞ্জ পুলিশ সুপার তার মাথার দাম ২ লক্ষ ধার্য করে পুরষ্কার ঘোষণা করে । রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সাজ্জাককে ধরতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন । অবশেষে তার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গোয়ালপোখরে তাকে এনকাউন্টারে খতম করে পুলিশ।
পুলিশের দাবি,শুক্রবার রাতে গোপন সূত্রে খবর আসে যে সাজ্জাক আলম গোয়ালপোখরের সাহাপুর নম্বর ২ গ্রাম পঞ্চায়েতের শ্রীপুরের সীমান্ত দিয়ে বাংলাদেশ পালাতে পারে । সেই মত অভিযান পরিচালনা করা হয় । শেষ পর্যন্ত শ্রীপুরে সীমান্ত পার করে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় সাজ্জাককে লক্ষ্য করে কমপক্ষে ৩ রাউন্ড গুলি চালায় পুলিশ । তাতেই গুরুতর জখম হয় ওই দুষ্কৃতী । তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।।