এইদিন বিনোদন ডেস্ক,১৮ জানুয়ারী : বলিউড তারকা কঙ্গনা রানাউত পরিচালিত এবং তার প্রধান চরিত্রে অভিনীত ‘এমার্জেন্সি’ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বিভিন্ন শিখ সংগঠনের প্রতিবাদ সত্ত্বেও ছবিটি প্রথম দিনেই ভালো আয় করেছে বলে জানা গেছে। কোভিডের পর মুক্তিপ্রাপ্ত কঙ্গনার ছবিগুলির মধ্যে ‘ইমারজেন্সি’-এর প্রথম দিনের সংগ্রহও সেরা। ছবিটি প্রথম দিনেই ২.৩৫ কোটি টাকা আয় করেছে। জানা গেছে যে কোভিডের পর কঙ্গনার সেরা সিনেমার সংগ্রহ হল ইমার্জেন্সি। শেষ ছবি, তেজস, প্রথম দিনে ১.২৫ কোটি টাকা আয় করেছিল। বেশিরভাগ মানুষ রাতের শোয়ে ছবিটি দেখে। সকালের শোয়ে দর্শক সংখ্যা ছিল মাত্র ৫.৯৮ শতাংশ, রাতে তা বেড়ে ৩৬.২৫ শতাংশে দাঁড়িয়েছে। হিন্দিতে ছবিটি ১৯.২৬ শতাংশ, চেন্নাইতে ২৫ শতাংশ এবং মুম্বাইতে ২৩.৭৫ শতাংশ দর্শক সংখ্যা ছিল ।
ছবিটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনকে ঘিরে আবর্তিত এবং তার জরুরি অবস্থা জারির কালো অধ্যায়ের প্রেক্ষাপটে নির্মিত । ইন্দিরার চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত স্বয়ং । ছবিতে ফিল্ড মার্শাল স্যাম মানেকশের চরিত্রে মিলিন্দ সোমান, জয়প্রকাশ নারায়ণের চরিত্রে অনুপম খের এবং অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে শ্রেয়স তালপাড়ে অভিনয় করেছেন।কঙ্গনা রানাউত এর আগে এক বিবৃতিতে বলেছিলেন যে এটি ইন্দিরা গান্ধীর জীবনী নয়, বরং একটি দুর্দান্ত পিরিয়ড ফিল্ম। এদিকে, শিখ সংগঠনগুলি ছবিটির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (SGPC) ছবিটির প্রদর্শন নিষিদ্ধ করার দাবিতে এগিয়ে এসেছিল। পাঞ্জাবের কিছু জায়গায় সিনেমা প্রদর্শনের উপর বিধিনিষেধ ছিল। শিখ সম্প্রদায়কে অপমান করা হচ্ছে বলে অভিযোগ করে বিভিন্ন শিখ সংগঠন প্রতিবাদ জানাচ্ছে।।