এইদিন ওয়েবডেস্ক,টোকিও,২৬ জুলাই : টোকিও অলিম্পিকে ইতিহাস সৃষ্টি করল জাপানের ১৩ বছরের কিশোরী মোমিজী নিশায় । স্কেটবোর্ডিং-এ স্বর্ণ পদক জিতে সর্ব কনিষ্ঠ খেলোয়ার হিসাবে স্থান করে নিল অলিম্পিকের ইতিহাসে । এছাড়া অলিম্পিকে প্রথম মহিলা স্কেটবোর্ডিং চ্যাম্পিয়নের খেতাব হাসিল করল ১৩ বছর ৩৩০ দিন বয়সী মোমিজী । এই প্রথম স্কেটবোর্ডিংকে অলিম্পিকে স্থান দেওয়া হয়েছে । এই ইভেন্টে ব্রাজিলের ১৩ বছরের রেসা লেল রৌপ্য পদক জিতেছে । ব্রোঞ্জের মেডেল জিতেছে জাপানের ১৬ বছরের কিশোরী ফুনা নাকায়ামা ।।
ছবি : ট্যুইটার