এইদিন ওয়েবডেস্ক,মরোক্ক,১৮ জানুয়ারী : অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে আটলান্টিক সাগরে নৌকাডুবিতে কমপক্ষে ৪৪ জন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ একটি এনজিও-এর উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে । বলা হয়েছে, পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়া থেকে নৌকাটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিল। এতে ৬৬ পাকিস্তানিসহ ৮০ জন আশ্রয়প্রার্থী ছিল।
পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ও সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ দেওয়া একটি পোস্টে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। পাকিস্তান সরকার বলছে, বেঁচে যাওয়া পাকিস্তানি নাগরিকদের মরক্কোর দাখলা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।
অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হেলেনা মালেনো জানান, বুধবার মরক্কোর কর্তৃপক্ষ ৩৬ জনকে জীবিত উদ্ধার করেছে। বাকি ৪৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাঁরা সবাই পাকিস্তানি। নৌকাটি ১৩ দিন সমুদ্রে ভেসে ছিল বলে জানান তিনি ।
মৃত পাকিস্তানিদের পরিবারের অভিযোগ, যাত্রাপথে নির্যাতনের কারণেই তাঁরা তাদের প্রিয়জন হারিয়েছেন। কয়েকজনকে হাতুড়ি দিয়ে পেটানোরও অভিযোগ উঠেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনার শিকার তরুণরা চার মাস আগে পাঞ্জাব ও গুজরাট থেকে ইউরোপে অবৈধভাবে যাওয়ার উদ্দেশে পাকিস্তান ত্যাগ করেছিলেন।।