এইদিন বিনোদন ডেস্ক,১৭ জানুয়ারী : অভিনেতা সাইফ আলি খান নিজের বাড়িতেই ছুরিঘাতে আহত হয়েছেন । বৃহস্পতিবার ভোর রাতে এই হামলার পর সিসিটিভি ফুটেজে হামলাকারীকে পরিষ্কার দেখা গেছে । সেই সূত্রে পুলিশের একাধিক দল হামলাকারীকে খুঁজতে শুরু করে । আজ শুক্রবার মুম্বাই পুলিশ একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। পুলিশের সন্দেহ, সাইফ আলি খানের বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজে এই একই ব্যক্তিকে দেখা গেছে। পুলিশও সন্দেহ করছে যে একই ব্যক্তি শাহরুখ খানের বাড়িতে ‘মান্নাত’-এর রেইকি করেছিলেন।
মুম্বই পুলিশ বিষয়টি স্পষ্ট করেছে যে ওই ব্যক্তিকে এখনও গ্রেফতার করা হয়নি। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর তার বিরুদ্ধে বাড়িতে ভাঙচুরের অভিযোগ রয়েছে।
শাহরুখ খানের বাড়ির রেইকি প্রসঙ্গে পুলিশ বলছে, গতব১৪ জানুয়ারি শাহরুখ খানের বাড়িতে তল্লাশি রেইকি করেছিল এক ব্যক্তি। মান্নাতের বাড়ির পাশের রিট্রিট হাউসের পেছনে একটি ৬ থেকে ৮ ফুট লম্বা লোহার মই বসানো হয় । তারপর ঘরের ভিতরে নজর রাখার চেষ্টা করে । পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে। সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজের সঙ্গে ওই ব্যক্তির চেহেরার মিল খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ । পুলিশের দাবি, দুজনেই দেখতে একই রকম। উভয় ঘটনার সঙ্গে একই ব্যক্তি জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করছে পুলিশ। তবে এই বিষয়ে শাহরুখের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তা সত্ত্বেও পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে জানিয়েছে ।
এদিকে জানা গেছে,পুলিশও সন্দেহ করছে যে রেইকি মামলায় ওই ব্যক্তি একা ছিলেন না। কারণ একা লোহার মই তোলা কঠিন। এই ঘটনায় অন্তত ২-৩ জন জড়িত বলে ধারণা মনে করা হচ্ছে। সাইফ আলির ওপর হামলার পর পুলিশের একটি দল শাহরুখ খানের বাড়িতে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছিল।
এদিকে লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন সাইফ আলি খান। ছুরির আঘাতে তার শরীরে ৬টি ক্ষতর সৃষ্টি হয়েছে । অপারেশন করে তার শরীর থেকে ধারালো বস্তু বের করা হয়েছে বলে জানা গেছে । হামলাকারী সাইফের বাচ্চাদের ঘরে পৌঁছেছিল। বলিউডের এই অভিনেতার সঙ্গে তার ঝগড়া হয় বলে জানতে পেরেছে পুলিশ । তার জেরেই এই হামলা কিনা পুলিশ তা খতিয়ে দেখছে ।।