এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৬ জানুয়ারী : বেশ কিছুদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন বিধবা প্রৌড়া । চিকিৎসাও চলছিল । কিন্তু রোগযন্ত্রণার উপশম হচ্ছিল না কিছুতেই । ফলে তীব্র মানসিক অবসাদে ভুগতে থাকেন তিনি । শেষ পর্যন্ত চলন্ত ট্রেনের চাকার তলায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন ওই প্রৌঢ়া। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আমারুন রেলস্টেশনে৷ মৃতার নাম কাবেরী সাহা (৫৯) । খবর পেয়ে রেলপুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়।
জানা গেছে,আমারুণ বাজারেই বাড়ি কাবেরী সাহার । কয়েক বছর আগে তার স্বামী মারা যান । বাড়িতে রয়েছেন ছেলে, পুত্রবধূ এবং এক নাতি। ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকেন। আজ বিকেলে পুত্রবধূ ও নাতি মেলা দেখতে গিয়েছিলেন। সেই সুযোগে সন্ধ্যা নাগাদ কাবেরীদেবী তালা ঝুলিয়ে বাড়ি থেকে বেড়িয়ে পড়েন । তারপর সোজা চলে যান আমারুন রেলস্টেশনে । ইতিমধ্যে বর্ধমান কাটোয়া লাইনে বর্ধমানগামী ট্রেনটি চলে আসে । আর ওই ট্রেনের সামনেই তিনি ঝাঁপিয়ে পড়েন । ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ।।