এইদিন স্পোর্টস নিউজ,১৬ জানুয়ারী : বার্সেলোনা ফুটবল দল কোপাডেলির ১৬ রাউন্ডে ৫-১ গোলে রিয়াল বেটিসকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে । বার্সেলোনা অলিম্পিক স্টেডিয়ামে বুধবার (১৫ জানুয়ারী) রাতে এই খেলাটি অনুষ্ঠিত হয়।সম্প্রতি রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জেতা বার্সেলোনা ফুটবল দল এবার কোপা দেল রে-তে বড় গোলের ব্যবধানে রিয়াল বেটিসকে হারিয়েছে।
এই খেলায় বার্সেলোনার তরুণ স্ট্রাইকার লামিন ইয়ামাল একটি গোল করেন এবং একটি অ্যাসিস্ট দেন এবং এই ম্যাচে অনন্য তেজ দেখান। ম্যাচে বার্সেলোনার হয়ে গোল করেন গাভি, জুলেস কন্ডে, রাফিনহা, ফার্ন টোরেস ও লামিন ইয়ামাল।বার্সেলোনার গোলে বেটিসের একমাত্র গোলটি করেন ইন্টার রোকে।
উল্লেখ্য, স্প্যানিশ সুপার কাপ জেতার পর, হ্যান্সি ফ্লিকের ছাত্ররা এবার কোপা দেল রে জিততে চাইছে।।