এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ জানুয়ারী : মঙ্গলবার দুপুরে রাজ্যের রাজধানী শহর কলকাতার বাঘাযতীনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বহুতল আবাসনের একাংশ। তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনায় ইতালির হেলানো টাওয়ার ‘পিসা’র সঙ্গে কলকাতা শহরের ভেঙে পড়া বহুতল আবাসনকে ‘হেলানো টাওয়ার পিসি’ বলে বিদ্রুপ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । পাশাপাশি ইতালির ‘পিসা’ টাওয়ার ও কলকাতার বাঘাযতীনর হেলানো ‘পিসি’ ভবনের ছবি শেয়ার করে তিনি মন্তব্য করেছেন,’ইতালির হেলানো টাওয়ার ‘পিসা’র মতই কলকাতাকে এমন স্থাপত্যের বিস্ময়ে ভরিয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম সাহেব।’
শুভেন্দু লিখেছেন,’কলকাতার আধুনিক স্থপতি; মেয়র মিস্টার ফিরহাদ হাকিম সাহেব কলকাতাকে এমন স্থাপত্যের বিস্ময়ে ভরিয়ে দিয়েছেন। গার্ডেন রিচ থেকে বাঘাযতীন পর্যন্ত,সিটি অফ জয় এখন ‘ভয়’ (ভয়) নগরীতে পরিনত হয়েছে, পরের বিল্ডিংটি কখন হঠাৎ করে হেলে পড়ে এই আশঙ্কায় বাসিন্দারা কম্পমান । টিএমসি-প্রমোটার-কেএমসি চক্র নিশ্চিত করেছে যে জলাশয়গুলি নির্বিচারে ভরাট করা হয়েছে, ভুল পরিকল্পনা অনুমোদন করা হয়েছে এবং ঘুষের বিনিময়ে অবৈধ ভিত তৈরি করা হয়েছে। পরিদর্শনের অভাব সমস্যা বাড়ায়।’
প্রসঙ্গত,মঙ্গলবার দুপুরে কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডে বাঘাযতীন এলাকার বিদ্যাসাসাগরের নীচের অংশ ভেঙে যায়। যেকারণে পাশের আবাসনটিও বেঁকে আরেকটার ঘাড়ে এসে পড়ে। বিদ্যাসাগরের কলোনির ওই আবাসনের নিচের তলাটি কার্যত চুরমার হয়ে যায় । ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন বেশ কয়েকজন। তাদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক। কলকাতা শহরে এই প্রকার ঘটনা বারবার ঘটতে থাকায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেটের বারবাড়ন্তকে দায়ি করেছে বিজেপি । রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের অভিযোগ যে পশ্চিমবঙ্গে সিন্ডিকেটের বারবাড়ন্তর কারনেই কলকাতার মত জায়গাতেও বারবার বিভিন্ন নির্মান ভেঙে পড়ছে ।।