এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৫ জানুয়ারী : পূর্ব বর্ধমান জেলার জঙ্গলমহল আউশগ্রাম আদিবাসী অধ্যুষিত এলাকা । সেই বামফ্রন্টের জমানা থেকে বঞ্চনার শিকার । ২০১১ সালে রাজ্যে পালাবদলের পরেও তাদের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ । কিন্তু কাকে জানাবেন নিজের অভাব অভিযোগের কথা ? অবশেষে আজ বুধবার রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে সামনে পেয়ে আউশগ্রামের আদিবাসী মহিলারা শাসকদলের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দিলেন । আউশগ্রামের শুখাডাঙ্গা গ্রামের বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতার সময় গ্রামের মহিলারা অভিযোগ করেন যে এলাকার রাস্তাঘাট বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘ দিন ধরে । পানীয়জলেরও তেমন কোনো ব্যবস্থা নেই । পাশাপাশি যোগ্য হওয়া সত্ত্বেও সরকারি আবাস যোজনায় অনুদান দেওয়া হয়না তাদের ।
জানা গেছে,বিগত পঞ্চায়েত নির্বাচনে শুখাডাঙ্গা গ্রামে তৃণমূল প্রার্থীকে পরাজিত করে জয়ী হন সিপিএমের প্রার্থী মদন হাঁসদা । আর সেই রাগেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত শুখাডাঙ্গা গ্রামের উন্নয়নে তেমন আগ্রহী নয় বলে অভিযোগ সিপিএমের পঞ্চায়েত সদস্যের । তিনি বললে,’শাসকদল তো গ্রামবাসীর কথায় গুরুত্ব দেবেনা, তাই রাজ্যপালকে কাছে পেয়ে গ্রামের মহিলারা তাদের অভাব অভিযোগের কথা শুনিয়েছেন ।’
আউশগ্রামে রাজ্যপাল
জানা গেছে,আদিবাসীদের নিয়ে কাজ করা একটি সংস্থার আমন্ত্রণে বুধবার আউশগ্রামের শুখাডাঙ্গা গ্রামে আসেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । শুখাডাঙ্গা গ্রামের বাসিন্দা নারান সোরেনের বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন তিনি । তবে ভাত খাননি রাজ্যপাল । কয়েকটা ফল ও পিঠে খান। খাওয়া দাওয়া শেষে গ্রামের রাস্তা ধরে হেঁটে যাওয়ার সময় স্থানীয় মহিলারা রাজ্যপালের কাছে তাদের যাবতীয় সমস্যার কথা তুলে ধরেন।।