এইদিন ওয়েবডেস্ক,১৩ জানুয়ারী : মুর্শিদাবাদের একজন ৭-৮ বয়সী মুসলিম কিশোরের একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । ভিডিওটি শেয়ার করেছে ইংরাজি মিডিয়া আউটলেট অর্গানাইজ উইকলি । ভিডিওতে কিশোরকে দেওয়ালের সামনে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতে।দেখা গ্রছে । দেওয়ালে সিপিএমের কোনো এক প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন লক্ষ্য করা গেছে । কিশোরকে বলতে শোনা গেছে, ‘মুসলিম… ঠিক আছে? জিগর আছে… ঠিক আছে ? যেখানে ঢুকবো চিড়ে ফেলে দেবো । হিন্দুদের বাপ মুসলিম…ঠিক আছে ?’ ভিডিও করা ব্যক্তি তাকে জিজ্ঞসা করেন, ‘তোর ঘর কোথায় ?’ ছেলেটি উত্তরে বলে, ‘ঘর জেনে কাজ নেই…ঠিক আছে ? সিঙ্গেল চলে আসবে…দেখে লেবো….চুপচাপ চলে যাও ।’ ফের ওই ব্যক্তি জিজ্ঞেস করে, ‘ঘর কোথায়…ঘর কোথায় তোর ?’ উত্তরে ছেলেটি ফের বলে,’ঘর জেনে কি লাভ ? ঘর…..।’ এরপর কিশোর ঝাঁঝিয়ে বলে,’তুমি যাও ।’ ওই সংবাদমাধ্যম প্রতিক্রিয়ায় লিখেছে,’শকিং। ‘আমি একজন মুসলিম এবং আমার সাহস আছে। আমি ঢুকে হিন্দুদের জবাই করব। হিন্দুদের বাপ হল মুসলমান। চুপ কর এবং চলে যাও ।’ বলছে ৮-৯ বছরের এক মুসলিম শিশু। এই ভাইরাল ভিডিওটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বলে জানা গেছে।ভিডিও অনুয়ায়ী,গত ১০ জানুয়ারী বিকেল ৪:৫৮ নাগাদ সেটি রেকর্ড করা হয়েছিল । যদিও ভিডিও-এর সত্যতা যাচাই করেনি এইদিন।
প্রসঙ্গত,প্রায় ৭০ শতাংশ মুসলিম অধ্যুষিত পশ্চিমবঙ্গের মূর্শিদাবাদ জেলার হিন্দুরা প্রায়ই সাম্প্রদায়িক হিংসার শিকার হয় বলে অভিযোগ ওঠে । জেলার মুসলিমদের মধ্যে ঠিক কি প্রকার আগ্রাসী মানসিকতা আছে তার প্রমাণ কিছুদিন আগে দিয়েছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর । ভাইরাল হওয়া একটা ভিডিওতে তাকে জেলার ৩০ শতাংশ হিন্দুকে গঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিতে দেখা গিয়েছিল। গত বছরের মে মাসে ভাইরাল হওয়া ওই ভিডিওতে একটি বুথ সম্মেলনে হুমায়ূন কবিরকে বলতে শোনা গিয়েছিল,’ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে না পারলে রাজনীতি ছেড়ে দেব । আমরা ৭০ শতাংশ, তোমরা ৩০ শতাংশ । তোমরা কোথাও মসজিদ ভাঙলে ভেবো না যে আমাদের ছেলেরা হাত গুটিয়ে বসে থাকবে।’
তার এই মন্তব্যে সাম্প্রদায়িকতার উস্কানি রয়েছে বলে অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনে। সেই অভিযোগের জেরে তাঁকে শোকজ করর কমিশন। তৃণমূল কংগ্রেসও হুমায়ূনকে শোকজ করে দায় সারে।।