এইদিন ওয়েবডেস্ক,ছত্তিশগড়,১২ জানুয়ারী : আজ রবিবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে দুই মহিলা সহ পাঁচজন নকশাল খতম হয়েছে । বস্তার জোনের আইজিপি পি সুন্দর রাজ জানিয়েছেন,আজ সকালে যখন নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল যখন নকশাল বিরোধী অভিযানে নিযুক্ত ছিল, সেই সময় মাদদেদ থানার অন্তর্গত বান্দেপাড়া- কোরাঞ্জেদ গ্রামের জঙ্গল এলাকায় একটি এনকাউন্টার হয় । ইন্দ্রাবতী জাতীয় উদ্যানের বনাঞ্চলে নকশালদের গতিবিধির খবর পেয়ে শনিবার জেলা রিজার্ভ ফোর্স এবং স্পেশাল টাস্ক ফোর্স অভিযান শুরু করে। তিনি জানান যে আজ বিকাল ৩-৪টার মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে এবং দুই মহিলা সহ পাঁচজন নকশালবাদীর মৃতদেহ পাওয়া গেছে।
একটি এসএলআর (সেলফ লোডিং রাইফেল), একটি ১২ বোরের রাইফেল, দুটি সিং শট রাইফেল এবং অন্যান্য বিস্ফোরক এনকাউন্টার সাইট থেকে উদ্ধার করা হয়েছে। আইজিপি বলেন, নিহত নকশালদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর সাথে, ২০২৫ সালে ছত্তিশগড়ে পৃথক এনকাউন্টারে ১৪ জন নকশাল খতম হয়েছিল। গত ৬ জানুয়ারি, নারায়ণপুর-দান্তেওয়াড়া-বিজাপুর জেলার সীমান্তে তিন দিনের নকশাল বিরোধী অভিযানে দুই মহিলা সহ পাঁচজন নকশাল খতম হয়। এরপর ৯ জানুয়ারি সুকমা জেলায় এনকাউন্টারে তিন নকশাল খতম হয়।।

