এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১০ জানুয়ারী : আফগানিস্তানের কুনারের স্থানীয় সূত্র জানায় যে এই প্রদেশের সারকানি জেলায় পাকিস্তানি সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার ফলে একজন তালেবান যোদ্ধা নিহত এবং এই দলের আরেক সদস্য আহত হয়েছে।
আজ শুক্রবার সূত্র জানায়, নিহত ব্যক্তি কুনার প্রদেশের সারকানি জেলার একটি তালেবান গ্যাংয়ের সদস্য। সূত্র আরও জানায় যে এই হামলার ফলে কয়েক ডজন গবাদি পশু হারিয়ে যায় এবং স্থানীয় বাসিন্দারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
সূত্র জানায় যে বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকরা আজ চাশতের পরে তাদের বাড়িতে ফিরেছে, তবে এই অঞ্চলের পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। নিহত তালেবান যোদ্ধার পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এই ঘটনায় তালিবান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। উল্লেখ্য, আজ দুপুর ২টার দিকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এর আগেও পাকতিকা ও খোস্ত প্রদেশের কিছু অংশে পাকিস্তানি সেনারা বোমা হামলা চালিয়েছিল।।