এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৫ জুলাই : কেতুগ্রামের সুজাপুর গ্রামের একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে এল ফরেনসিক দল । রবিবার সাক্ষী ঘোষ নামে ওই গ্রামবাসীর বাড়িতে যান ফরেনসিক বিভাগের দুই সদস্যের প্রতিনিধিদল । তাঁরা বাড়িটি ঘুরে দেখেন । পাশাপাশি ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহ করেন।
বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার ভোরে । বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পাকা বাড়ির একটি দেওয়াল কার্যত ধূলিস্যাৎ হয়ে যায় ।
ফাটল ধরে আশপাশের দেওয়ালেও । ঘটনার পরেই পালিয়ে যায় পরিবারের লোকজন । এরপর পরিবারের ৮ সদস্যের বিরুদ্ধে একটি মামলা রজু করে তাঁদের সন্ধান চালাতে শুরু করে পুলিশ । পরে গ্রেফতার করা হয় সাক্ষী ঘোষ ও তার স্ত্রী মিনতি ঘোষকে । এদিন পর্যন্ত পুলিশ বাকিদের সন্ধান পায়নি বলে জানা গেছে । এদিন ফরেনসিক বিভাগ ঘটনাস্থলে এসে জাতীয় বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল তা জানার চেষ্টা করে বলে খবর ।।