এইদিন ওয়েবডেস্ক,মেদিনীপুর,১০ জানুয়ারী : স্যালাইনে বিভ্রাটে মেদিনীপুর মেডিক্যাল কলেজে একের পর এক প্রসূতি সন্তানের জন্ম দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়ছেন । অসুস্থ প্রসূতিদের প্রস্রাবের সঙ্গে রক্তপাতের উপসর্গ দেখা যাচ্ছে । আজ শুক্রবার সকালে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে । প্রসূতিদের পরিবারের অভিযোগ, ছত্রাক যুক্ত মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের কারনেই এই ঘটনা ঘটেছে । বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এই ঘটনায় সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে নিশানা করে বলেছেন,’মমতা ব্যানার্জীর শাসনে সরকারি হাসপাতালগুলো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ।’
জানা গেছে,বৃহস্পতিবার থেকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে একের পর এক প্রসূতি সন্তানের জন্ম দেওয়ার পরই অসুস্থ হতে থাকে । প্রসূতিদের প্রস্রাবের সঙ্গে রক্তপাতের উপসর্গ দেখা দিলেও হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে বিষয়টি চেপে যায় বলে অভিযোগ পরিবারের । বেশ কয়েকজন প্রসূতি অসুস্থ হয়ে পড়লে পরিবারের মধ্যে ব্যাপক আতঙ ছড়িয়ে পড়ে । আজ সকালের দিকে একজন এক প্রসূতির মৃত্যু হলে বিষয়টি নিয়ে তোলপাড় পড়ে যায় । এছাড়া আরও চার প্রসূতির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । প্রসূতিদের পরিবারের লোকজন মেয়াদ উত্তীর্ণ এবং ছত্রাক যুক্ত সেলাইন প্রয়োগ করা হয়েছিল বলে সন্দেহ প্রকাশ করেছেন । পাশাপাশি তারা অভিযোগ করে জানিয়েছেন যে সিনিয়র ডাক্তারের অনুপস্থিতিতে জুনিয়র ডাক্তারদের দিয়ে অপারেশন করা হয়েছিল ।
বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তুলোধুনো করেছেন অগ্নিমিত্রা পাল । তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে টিভি ৯ বাংলা নিউজ পোর্টালের খবরের লিঙ্ক শেয়ার করে লিখেছেন,’স্যালাইনে বিভ্রাট! সন্তান জন্ম দেওয়ার পরই অসুস্থ একের পর এক প্রসূতি। ভয়াবহ অভিযোগে উত্তাল মেদিনীপুর মেডিক্যাল কলেজে। আজ, শুক্রবার সকালে এক প্রসূতির মৃত্যু হয়েছে। আরও চার প্রসূতির অবস্থা আশঙ্কাজনক।পরিবারের অভিযোগ, সন্তানের জন্ম হওয়ার পর থেকেই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। প্রস্রাবের সঙ্গে রক্তপাত শুরু হয়। আত্মীয়দের অভিযোগ, স্যালাইনেই কোনও সমস্যা ছিল। কেউ বলছেন, ছত্রাক ছিল স্যালাইনের ভিতরেই।আবার কেউ বলছেন, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছে।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর শাসনে সরকারি হাসপাতালগুলো চিকিৎসার অবহেলার কারণে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।উন্নতমানের পরিকাঠামো নেই।এই মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী স্বাস্থ্যমন্ত্রী হিসাবে সম্পূর্ণরূপে দায়ী।বাংলার স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে।মমতা ব্যানার্জীর রাজত্বে এটাই এগিয়ে বাংলার নমুনা।’।