এইদিন ওয়েবডেস্ক,অন্ধ্রপ্রদেশ,০৯ জানুয়ারী : অন্ধ্রপ্রদেশের বিখ্যাত ধর্মীয় স্থান তিরুপতিতে পদদলিত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভক্তরা তিরুপতির বৈকুণ্ঠ দ্বার দর্শনের টিকিট কাটতে গিয়ে পদদলিত হয়। হাজার হাজার মানুষ টিকিট নিতে ভিড় করায় এ দুর্ঘটনা ঘটে।তিরুমালা তিরুপতি দেবস্থানামস (টিটিডি) সভাপতি বিআর নাইডু জানিয়েছেন, এখনও পর্যন্ত একটি মৃতদেহ শনাক্ত করা হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন।প্রধানমন্ত্রী সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এক্স-এ পোস্ট করেছেন, অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে পদদলিত হওয়ার ঘটনায় আহত হয়েছেন৷ এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি বলেন, অন্ধ্রপ্রদেশ সরকার ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিচ্ছে।
টিটিডি বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকাল ৫ টা থেকে শ্রীনিবাসম, সত্যনারায়ণপুরম এবং বৈরাগিপট্টেড সহ ৯ টি এলাকায় স্থাপিত ৯৪ টি কাউন্টারের মাধ্যমে বৈকুণ্ঠ দ্বারা দর্শনের টিকিট ইস্যু করার পরিকল্পনা করেছিল। তবে বুধবার সন্ধ্যায় টোকেনের জন্য বিপুল সংখ্যক মানুষ জড়ো হন।
এদিকে টিকিট কাউন্টারের একজন কর্মী অসুস্থ হয়ে পড়লে তাদের বের করে দেওয়ার জন্য গেট খোলা হলে বাইরে যারা ছিলেন তারা সবাই দল বেঁধে প্রবেশের চেষ্টা করেন। সেই সময় পদদলিত হয়ে নিচে পড়ে যাওয়া চার নারী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনায় আহত ৪০ জন তিরুপতির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পদদলিত হয়ে আহতদের অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন নারী ও একজন পুরুষের মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা অব্যাহত রয়েছে বলে টিটিডি কর্মকর্তারা জানিয়েছেন।
১০ জানুয়ারী বৈকুণ্ঠ একাদশীতে, তিরুমালা তিরুপতি দেবস্থানামস (টিটিডি) ১০,১১ এবং ১২ জানুয়ারী বৈকুণ্ঠ দ্বার দর্শনের ব্যবস্থা করেছে৷ টিটিডি বৃহস্পতিবার তিন দিনের জন্য মোট ১,২০ লক্ষ টোকেন বিতরণ করার পরিকল্পনা করেছিল।।