এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,২৫ জুলাই : পুলিশ শেডের কাছেই এক ব্যাবসায়ীকে আটকে মারধর করে লুটপাট চালালো দুষ্কৃতিদল । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার হেতমপুর জঙ্গল মহল এলাকায় । দুষ্কৃতিরা মনমোহন চক্রবর্তী নামে ওই ব্যাবসায়ীকে ব্যাপক মারধর করে তাঁর কাছ থেকে থেকে নগদ ২ হাজার টাকা, একটি নতুন সাইকেল ও ২ টি মোবাইল ছিনতাই করে নেয় বলে অভিযোগ । এক বাইক আরোহী তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দুবরাজপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করেন । এদিকে পুলিশ শেডের কাছাকাছি এই ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । যদিও পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ ।
স্থানীয় সুত্রে জানা গেছে, হেতমপুরে বাসিন্দা মনমোহন চক্রবর্তী গুড়ো চায়ের ব্যাবসা করেন । দুবরাজপুরে তাঁর একটি দোকান রয়েছে । প্রতিদিন সাইকেল নিয়ে যাতায়ত করেন তিনি । শুক্রবার রাতে যথারীতি দোকান বন্ধ করে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন ।
মনমোহন চক্রবর্তীর দাদা রাখহরি চক্রবর্তী বলেন, ‘রাত্রি ৮ টা নাগাদ ভাই হেতমপুর জঙ্গলে পুলিশ শেডের কাছাকাছি আসতেই দুষ্কৃতীদের একটি দল লোহার রড, বাঁশ, মদের বোতল প্রভৃতি নিয়ে ভাইয়ের উপর চড়াও হয় । তারা ভাউকে ব্যাপক মারধর করে । ভাইয়ের মাথা ফেটে রক্ত বেরুতে থাকে । বাম দিকের গাল কেটে যায় । ওই অবস্থায় তাঁর মুখের ভেতর হাত ভরে দিয়ে কাছে থাকা নগদ ২ হাজার টাকা কেড়ে নেয় দুষ্কৃতিরা । কেড়ে নেয় ভাইয়ের ২ টি মোবাইল ও নতুন সাইকেলটিও।’
পাশাপাশি তিনি জানান,তাঁর ভাই চিৎকার করে লোকজন ডাকাডাকি করার চেষ্টা করলে দুষ্কৃতিরা তাকে প্রাণে মারার চেষ্টা করে । কিন্তু সেই সময় উলটো দিক থেকে এক ব্যক্তি মোটর বাইক নিয়ে চলে আসে । তাঁর বাইকের হেডলাইটের ছটা মুখে পড়তেই চম্পট দেয় দুষ্কৃতিরা । পরে ওই বাইক আরোহী ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে জানা যায় ।
এদিন সন্ধ্যা বেলায় তখন পুলিশ শেডে কোনও পুলিশ কর্মীর দেখা মেলেনি বলে অভিযোগ । এনিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা । যদিও পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ । হেতমপুর জঙ্গলে পুলিশ শেডে সর্বক্ষণের জন্য পুলিশ কর্মী মোতায়েন রাখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।।