এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৬ জানুয়ারী : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বেলেণ্ডা গ্রামের দক্ষিণপাড়ার কাছে রেলওয়ে আণ্ডারপাস নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিল স্থানীয় গ্রামবাসীরা । বর্ধমান কাটোয়া ব্রডগেজ লাইনের বেলেণ্ডা গ্রামের দক্ষিণপাড়ার কাছে ৯ নম্বর রেলগেটে আণ্ডারপাস নির্মাণের কাজ শুরু হয়েছিল প্রায় একমাস আগে ৷ রবিবার আণ্ডারপাসের পূর্বদিকের গার্ডওয়ালের একাংশ ঢালাই করা হয়েছিল । কিন্তু নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ঢালাইমশলা ছেড়ে গিয়ে রড বেরিয়ে এসেছে বলে অভিযোগ ।
সামসের আলী,শেখ ফরিদদের কথায়,’অত্যন্ত নিম্মমানের সিমেন্ট, বালি,পাথর দিয়ে কাজ করার জন্য ঢালাই করার পরের দিন থেকেই ফেটে যাচ্ছে ।এভাবে কাজ করলে অল্প দিনেই নির্মাণ ভেঙে পড়বে বলে আমরা আশঙ্কা করছে । এছাড়া, কাজ শুরুর আগেই কথা হয়েছিল গ্রামবাসীদের যাতায়াতের জন্য সাময়িক একটি রাস্তা করে দেওয়া হবে,কিন্তু হয়নি । তাই আমরা কাজ বন্ধ করে দিয়েছি ।’
জানা গেছে,আজ সোমবার সকালে মেশিনপত্র নামিয়ে ঠিকাদার সংস্থার লোকজন আণ্ডারপাসের কাজ শুরু করলে বেশকিছু গ্রামবাসী জড়ো হয়ে বিক্ষোভ দেখায় । গ্রামবাসীদের চাপে শেষ পর্যন্ত বাধ্য হয়ে নির্মাণকাজ বন্ধ রাখে ঠিকাদার সংস্থা। ঠিকাদার সংস্থার সাইট ইনচার্জ মহম্মদ মাঞ্জারুল হক অবশ্য স্থানীয়দের অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন এবং জানিয়েছেন বালির গুনগত মান খারাপ থাকায় ঢালাই ছেড়ে যাচ্ছে । তিনি ভালো বালি দিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন ।।