এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান),২৪ জুলাই : পূর্ব বর্ধমান জেলার গুসকরায় সোনার মোহর বিক্রির নামে তিন লক্ষ টাকার প্রতারণার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ । ধৃতরা হলেন খোকন সাহা,শেখ মেহের ও সাগর মণ্ডল । ধৃতদের মধ্যে মেহেরের বাড়ি সাঁইথিয়ার ভ্রমরকোল গ্রামে । বাকি দু’জন আউশগ্রামের ভেদিয়ার বাসিন্দা । শুক্রবার রাতে ভেদিয়া এলাকা তাঁদের গ্রেফতারের পর শনিবার শনিবার বর্ধমান আদালতে তোলা হয় । এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা তদন্ত করে দেখতে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে গুসকরা পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেন পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকার বাসিন্দা বিমলকুমার মাল নামে জনৈক এক ব্যক্তি । পেশায় গাড়িচালক ওই ব্যক্তির অভিযোগ,বেশ কিছুদিন আগে এক ব্যক্তি তাঁর মোবাইলে ফোন করে । নাম বলে রাজীব দাস । সে জানায় একটি পুরানো বাড়ি ভাঙার সময় ২০০ টি পুরানো সোনার মোহর বেরিয়েছে । সেগুলি বর্তমানে তাঁদের কাছেই আছে । কম টাকায় বিক্রি করে দেবে ।
এরপর গত ১৬ জুলাই গুসকরা বাসস্ট্যান্ডে এলে দেখতে পান ৩ জন তাঁর জন্য প্রতীক্ষা করছে । ওরা একটি মোহর দেখায় । সেটি পাশের সোনা রুপোর দোকানে পরখ করলে আসল বলেই জানা যায় ।
তিনি বলেন, ‘তারপর আমি বাড়ি চলে আসি । পরে ফোনে ২০০ টি মোহরে দাম ঠিক হয় ৩ লক্ষ টাকা । শুক্রবার বিকেলে টাকা নিয়ে আমি গুসকরা শহরে আসি । ওদের হাতে টাকা দিয়ে মোহরগুলি নিয়ে আমি গুসকরার একটি সোনা রুপোর দোকানে পরখ করতে যাই । তখন জানতে পারি আমি প্রতারিত হয়েছি । তারপরেই গুসকরা ফাঁড়িতে গিয়ে অভিযোগ দায়ের করি ।’
জানা গেছে,অভিযোগ পেতেই মোবাইল ফোনের সুত্র ধরে ঘটনার তদন্তে নামে পুলিশ । তারপর রাতের দিকে পুলিশ ৩ জনকে ভেদিয়া থেকে পাকড়াও করে । ধৃতদের কাছ থেকে ১ লক্ষ ১৪ হাজার টাকা, নাম্বারপ্লেটবিহীন একটি মোটরবাইক ও ৬টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।।