এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,০২ জানুয়ারী : গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে । রয়টার্স জানিয়েছে,পয়লা জানুয়ারী বুধবার, মধ্য ও উত্তর গাজার কিছু অংশে এসব হামলা চালানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী এল ব্রিজ আইডিপি ক্যাম্প এবং জাবালিয়া বসতিসহ বিভিন্ন এলাকা লক্ষ্যবস্তু করেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদ্রেই ঘোষণা করেছেন যে এই হামলার আগে আল ব্রিজ ক্যাম্পের বাসিন্দাদের সরে যাওয়ার আদেশ জারি করা হয়েছিল। তিনি বলেন, এই এলাকা থেকে রকেট ছোড়ার কারণে এই অভিযান চালানো হয় । তেল আবিব আরও জানিয়েছে যে গতরাতে তারা ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের এমন একজন সদস্যকে হত্যা করেছে যে ২০২৩ সালের ৭ অক্টোবর, হামলায় জড়িত ছিল।
এদিকে, জাতিসংঘ জোর দিয়ে বলেছে যে গাজায় মানবিক পরিস্থিতি ভয়াবহ এবং বেসামরিক নাগরিকদের জন্য কোনো নিরাপদ অঞ্চল নেই। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের ভিত্তিতে, যুদ্ধের শুরু থেকে এযাবৎ গাজায় ৪৫,০০০ জনের বেশি মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু, নিহত হয়েছে ।।