এইদিন ওয়েবডেস্ক,টোকিও,২৪ জুলাই : শনিবার থেকে শুরু হল টোকিও অলিম্পিক-২০২১ । আর শুরুর দিনে পুরুষদের হকিতে নিউজিল্যান্ডকে হারানোর পর ফের একটা ভালো খবর পেলো ভারতবাসী ৷ ভারোত্তোলনে রূপো জিতে দেশকে প্রথম পদক এনে দিলেন মনিপুরের বাসিন্দা মীরাবাঈ চানু । মহিলাদের ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রুপো জেতেন তিনি ।
প্রথম চেষ্টায় তোলেন ৮৪ কেজি ওজন । দ্বিতীয়বার ৮৭ কেজি । কিন্তু তৃতীয় বারে তিনি ৮৯ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হন । যদিও শেষ পর্যন্ত রুপো জিতে নেন মীরবাঈ । অন্যদিকে চিনের হোউ জিহুই ৯২ কেজি ওজন তুলে দেন । শেষ পর্যন্ত চিনের হোউ জিহুই সোনা জেতেন । তিনি মোট ২১০ কিলোগ্রাম ওজন তোলেন । মীরাবাই তুলেছেন ২০২ কিলোগ্রাম। তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার উইন্ডি কান্টিকা আইসাহ। তিনি তুলেছেন ১৯৪ কিলোগ্রাম ওজন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারোত্তোলনে রুপো জয়ী মীরাবাঈ চানুকে ট্যুইটে শুভেচ্ছা জানিয়েছেন ।।
ছবি : ট্যুইটার থেকে নেওয়া ।