এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,৩০ ডিসেম্বর : আসামে ফের ধরা পড়ল আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সন্ত্রাসবাদী ৷ আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) কোকরাঝাড় থেকে গাজী রহমান (৩৫) নামে ওই সন্ত্রাসবাদীকে ধরেছে । ধৃত আসামের কোরাঝারের বাসিন্দা ।একটি পুলিশ বিবৃতিতে বলা হয়েছে যে ধৃত সন্ত্রাসী এসটিএফ থানার মামলার একজন প্রধান আসামি । এসটিএফ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শুরু করেছে এবং মামলার সাথে জড়িত সকল ব্যক্তিকে তদন্ত ও গ্রেপ্তার করা চালিয়ে যাবে, বিবৃতিতে বলা হয়েছে। এসটিএফের চলমান ‘অপারেশন প্রগত’-এর অভিযানে ওই সন্ত্রাসবাদীকে গ্রেফতার করা হয়। তবে তিনি আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য ছিলেন কিনা তা পুলিশের বিবৃতিতে বলা হয়নি । গত সপ্তাহে একই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল ।
শুক্রবার সকালে এসটিএফ ধুবরি জেলায় একজন ওয়ান্টেড ইসলামি সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করেছে৷ বড়দিনের আগের দিন, কোকরাঝাড়ে অস্ত্র ও গোলাবারুদ সহ আরও দু’জনকে সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় । এক সপ্তাহ আগে, এসটিএফ একটি সন্ত্রাসী মডিউল ভেঙে দিয়েছে, তিনটি রাজ্যে একজন বাংলাদেশী নাগরিক সহ আটজনকে গ্রেপ্তার করেছে।।